শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা, ধরে রাখল রিঙ্কু-রাসেলদের

আইপিএল জয়ী অধিনায়ককে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন ছিল রিটেশন ঘোষণার দিন। আর সেই মতো জানা গেল, শ্রেয়স আইয়রকে ছেড়ে দিল কলকাতা। তবে ধরে রাখল রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিনকে।

যিনি নেতা হিসাবে দলকে আইপিএল জিতিয়েছেন তাঁকেই ছেঁটে ফেলল কলকাতা। তিন বছর আগে ২০২১ সালে নেতা হিসাবে নিয়ে আশা হয় শ্রেয়স আইয়রকে। নিলামে ১২.২৫ কোটি টাকায় দিল্লি থেকে কেনা হয়েছিল তাঁকে। এদিকে সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা দিয়ে রেখে দেওয়া হল রিঙ্কু সিংকে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে দেওয়া হয়েছে ১২ কোটি টাকা করে। দু’জন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা। হর্ষিত রানা ও রমনদীপ সিং। দু’জনকেই দেওয়া হয়েছে ৪ কোটি টাকা করে। অর্থাৎ, ছ’জনকে ধরে রাখল কেকেআর।

আরও পড়ুন- দেশের মাটিতে অবসরের মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরছেন শাকিব , ইঙ্গিত বোর্ড সভাপতির