Tuesday, August 26, 2025

পাটুলি থানার অদূরে মাঠে পড়ে থাকা বোমায় আহত নবম শ্রেণির স্কুল পড়ুয়া। দিনে-দুপুরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে কলকাতা পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে। ঘটনাস্থলে যান ডিসি (এসএসডি) (DC, SSD) বিদিশা কলিতা। আহত কিশোরকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটুলির থানার (Patuli police station) কাছাকাছি একটি মাঠে প্রতিদিনের মতো খেলতে নামে কয়েকজন কিশোর। মাঠের ঝোপের মাঝে বল খুঁজতে গিয়ে হঠাৎই একটি গোল বস্তু তুলে নেয় নবম শ্রেণির এক কিশোর। কোনওভাবে তার হাত থেকে সেটি পড়ে গেলে বিস্ফোরণ হয়। কাছাকাছি থাকা তার বন্ধু বিস্ফোরণের শব্দে পালিয়ে যায়। আওয়াজে স্থানীয়রা ছুটে এসে কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক না হলেও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় কারণ এমন ঘটনা এই এলাকায় আগে ঘটেনি। ওই মাঠে রোজই ছেলেরা খেলে, কিন্তু শুক্রবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাকে। দ্রুত মাঠের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়, কারণ স্থানীয়দের অনুমান ঝোপের আড়ালেই বোমা লুকিয়ে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। বিস্ফোরণের এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফরেনসিক বিশেষজ্ঞরা (forensic team) নমুনা সংগ্রহ করেন বিস্ফোরণের চরিত্র বোঝার জন্য। ঘটনাস্থলে আসে পুলিশ কুকুর (dog squad)। সেই সঙ্গে তদন্তে যান কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডিসি বিদিশা কলিতা (Bidisha Kalita)।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version