উত্তরবঙ্গের লোকসভা ভোটের প্রচারে এসে চালসার একটি বেসরকারি হোটেলে দু দফায় টানা ১১ দিন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি চালসা গৈরিগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চে গিয়ে ডুয়ার্সের বিভিন্ন চার্চের ফাদার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। হোটেল থেকে পাহাড়ি বেহাল রাস্তায় ওই চার্চে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। ওই সময় চার্চের তরফে মুখ্যমন্ত্রীর কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী দ্রুত সেই রাস্তা তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। তারপরেই জোর কদমে শুরু হয় রাস্তার কাজ। সম্প্রতি সেই রাস্তার কাজ শেষ হয়েছে।
বর্তমানে এলাকাবাসী ঝাঁ চকচকে সেই রাস্তা ব্যবহার করছেন। এই রাস্তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের অন্তর্গত পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন বিভাগের তরফে ৪৪ লক্ষ ৬৭ হাজার ১৫৬ টাকা ব্যয়ে ১.৩৩৫ কিলোমিটার রাস্তার নির্মাণ করা হয়েছে। চালসা রেলগেট থেকে গৈরিগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চ পর্যন্ত তৈরি করা হয়েছে ওই রাস্তা।