বাংলা জুড়ে ভাইফোঁটা উদযাপন, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পোস্ট মুখ্যমন্ত্রীর

আজ ভাতৃদ্বিতীয়া (Bhaifonta)। ভাই-বোনের অটুট বন্ধন যাতে চিরস্থায়ী হয় সেই উপলক্ষে বড় দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় বোনের ফোঁটা দেওয়ার রীতি পালিত হচ্ছে বাংলা জুড়ে। রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। প্রতিপদেও ভাইফোঁটার রীতিপালন হয় অনেক বাঙালি বাড়িতে। কালীপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্ন। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে ভাইফোঁটা স্পেশাল একটি গান মুক্তি পেয়েছে। পঞ্জিকা মতে রবিবার রাত ৮ টা ১৬ মিনিট পর্যন্ত ভাই বা দাদাকে ফোঁটা দেওয়া যাবে। শুভ মুহূর্ত ভোর ৬টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে, আবার বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে।ভারতবর্ষের উত্তর ও পশ্চিম-সহ হিন্দিভাষী রাজ্যে আজকের দিনে ‘ভাইদুজ’ পালিত হচ্ছে।