Saturday, November 8, 2025

ক্রমশ হিংসা ও ভয়ের পরিবেশ ভারতীয়দের জন্য বাড়ছে কানাডায় (Canada)। এবার দূতাবাসের ক্যাম্প চলাকালীন হামলা চালানো হয় ভারতীয় ও প্রবাসী ভারতীয়দের উপর। হামলার ঘটনা ‘অত্যন্ত আপত্তিজনক’ বলে দাবি করেছে ওটাওয়া প্রদেশের ভারতীয় দূতাবাস (Indian Embassy, Ottawa)। অন্যদিকে ভারতীয় বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এভাবে ভয়ের পরিবেশ তৈরি করে দূতাবাসের কাজ থামিয়ে রাখা যাবে না, বলে।

রবিবার ওটাওয়া দূতাবাস এবং ভ্যাঙ্কুবার ও টরোন্টোর কনসুলেট জেনারেলের তরফ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয়। স্থানীয় ভারতীয়দের ও কানাডাবাসীদের লাইফ সার্টিফিকেট (life certificate) সংক্রান্ত কাজ হচ্ছিল সেখানে। টরোন্টোর কাছে ব্রাম্পটনে (Brampton) সেরকম একটি ক্যাম্প চলছিল হিন্দু সভা মন্দিরে। আচমকাই তার বাইরে হামলা চালায় একদল খালিস্তানপন্থী। পূর্ব পরিকল্পিত কর্মসূচিতে হামলার ঘটনায় যদিও প্রাথমিক ধাক্কা সামলে কর্মসূচি শেষ করেন দূতাবাসের কর্মীরা।

ঘটনার পরই নিন্দায় সরব হয় ওটাওয়ার ভারতীয় দূতাবাস। দুদেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই ধরনের ঘটনাকে হতাশাজনক (disappointing) বলে দাবি করা হয়। অন্যদিকে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র (spokesperson) রণধীর জয়সওয়াল প্রেস বিবৃতিতে দাবি জানান, কানাডার সরকার যেন ভারতীয়দের সব উপাসনার স্থানে নিরাপত্তার ব্যবস্থা করে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এভাবে ভয় দেখিয়ে, নাকাল করে বা হিংসার পরিবেশ তৈরি করে দূতাবাসের কোনও কাজ থামিয়ে রাখা যাবে না।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version