Thursday, August 28, 2025

নয়া উদ্যোগ! এবার ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য

Date:

রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দিতে উদ্যোগী হয়েছে। মোট ২ লক্ষ মশারি কেনার জন্য ৫ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা, বস্তি সহ ডেঙ্গিপ্রবণ এলকাগুলিতে সংক্রমণের হার কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

অন্যদিকে, শনিবার রাতে পুর দফতরের পক্ষ থেকে রাজ্যের সব পুরসভা এবং পুরনিগমকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি সূত্রে খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাজিতে ব্যবহৃত মাটির খোল দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকলে ডেঙ্গি সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই মাটির খোলে জল জমলে তাতে মশার লার্ভা জন্মাবে।

সুতরাং, দ্রুততার সঙ্গে শহর থেকে বাজির যাবতীয় বর্জ্য অবিলম্বে সরাতে হবে। এর মধ্যে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ, রাজ্যের মধ্যে কলকাতাতেই বাজি ফাটানোর বহর সবচেয়ে বেশি। বাজির খোল জলের সঙ্গে সহজে মেশে না। নিকাশির মুখে আটকে থেকে যায়। এমনিতেই কলকাতায় জল জমার সমস্যা বেশি। তাই এই বর্জ্যগুলি তাড়াতাড়ি সরানো প্রয়োজন বলে পরিবেশবিদদের দাবু।

কলকাতায় মূলত কসবা, বেলেঘাটা, নিউ আলিপুর, ভবানীপুর, বেহালা, যাদবপুর, কালীঘাট, বালিগঞ্জ এবং ভবানীপুর এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে বাজি ফেটেছে বলে অভিযোগ।আবার, বিধাননগর পুরনিগম এলাকার মধ্যে মূলত সল্টলেকের এফডি, বিডি, একে, এজে, চিনার পার্ক, বাঙুর, লেকটাউন, কালিন্দীতে বাজি ফেটেছে সবচেয়ে বেশি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version