Monday, May 5, 2025

রাষ্ট্রপতির হোঁচট থেকে খুনের চেষ্টা: শুরু ঘটনাবহুল আমেরিকার ভোটগ্রহণ

Date:

Share post:

কখনও প্রকাশ্যে দলের কর্মী-নেতাদের চিনতে ভুল করেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। কখনও প্রাক্তন রাষ্ট্রপতি তথা রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে চলেছে গুলি। ঘটনাবহুল মার্কিন নির্বাচন অবশেষে মঙ্গলবার শুরু হল আনুষ্ঠানিক ভোটগ্রহণ প্রক্রিয়া। অল্প সময়ের অপেক্ষায় জানা যাবে আমেরিকায় ইতিহাস তৈরি করে প্রথমবার রাষ্ট্রপতি পদে বসবেন কিনা কমলা হ্যারিস (Kamala Harris)। নাকি আবার ফিরতে চলেছে ট্রাম্প জমানা।

মঙ্গলবার জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম নিউ হ্যাম্পশায়ারে (New Hampshire) ভোটগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় আমেরিকার ভোটগ্রহণ। ১৯৬০ সাল থেকে এই গ্রামেই প্রথম ভোটগ্রহণ হয়ে আসছে। সাম্প্রতিক অতীতে এই পরিমাণ ঘটনাবহুল নির্বাচন মার্কিনীরা দেখেননি। যেখানে নির্বাচন শুরুর দুঘণ্টা আগেও প্রচার সেরেছেন দুই প্রার্থী। একদিকে প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প যখন হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে বাঁচাতেই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় এক আততায়ী গুলি চালায় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে এই গুলি চালানোর ঘটনা আলোড়ন ফেলেছিল গোটা বিশ্বে। যদিও গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ব্যান্ডেজ বাঁধা কান নিয়ে নির্বাচনী প্রচারে ফায়দা তোলেন বলেও দাবি করেন বিরোধী ডেমোক্রাটরা।

যদিও কাদা ছোড়াছুড়ির পথে যাননি ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। প্রচারের শেষ লগ্নে মঙ্গলবার তিনি দাবি করেন, এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে যিনি সবার রাষ্ট্রপতি হবেন। নির্বাচন শুরুর আগে আর্লি ভোটিং (early voting) প্রক্রিয়ার শেষে একাধিক সমীক্ষা একাধিক মত প্রকাশ করেছে। প্রাথমিকভাবে আর্লি ভোটিংয়ে ডেমোক্রাট (Democratic party) প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকলেও সুইং প্রদেশগুলিতে সেই মাত্রা কমে যায়। যদিও টাইমসের সমীক্ষা বলছে এগিয়ে থাকছেন হ্যারিসই।

সুইং স্টেটে সমীক্ষায় অবস্থান

নেভাদা – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৬ শতাংশ
নর্থ ক্যারোলিনা – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৬ শতাংশ
উইসকনসিন – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
জর্জিয়া – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
পেনসিলভানিয়া – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৮ শতাংশ
মিচিগান – হ্যারিস – ৪৭ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
অ্যারিজোনা – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৫ শতাংশ

নির্বাচনের আগে আইনি মামলায় জর্জরিত ট্রাম্প নিশ্চিত ছিলেন না তাঁকে জেলে যেতে হবে কিনা তা নিয়ে। নভেম্বরে সেই মামলা এখনও বকেয়া রয়েছে। যদিও আন্তর্জাতিক মঞ্চে কম লজ্জা কোড়াননি রাষ্ট্রপতি বাইডেন (Joe Biden)। সবকিছু ভুলতে বসা বাইডেনের কার্যকলাপ ঢাকতে মাঠে নেমেছেন প্রাক্তন ডেমোক্রাট রাষ্ট্রপতি বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাও। তবে সবকিছু ভুলিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন শুরু হওয়ার পরেও রয়েছে টানটান উত্তেজনা। প্রাথমিক ভোটদান শুরু হতেই সেখানে ট্রাম্প ও হ্যারিস দুজনের পক্ষেই তিনটি করে ভোট পান।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...