Saturday, May 3, 2025

ছট পুজোয় মোতায়েন পাঁচ হাজার পুলিশ, বুধের রাত থেকে বন্ধ রবীন্দ্র–সুভাষ সরোবর 

Date:

Share post:

ছটপুজো উপলক্ষে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫০০০ পুলিশকর্মী। কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ অনুযায়ী রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর ছটপুজোয় ব্যবহার করা যাবে না। দূষণ ঠেকাতে আজ, বুধবার থেকে সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে এই দুই সরোবর। আজ রাত ৮টার পর থেকে এই দুই সরোবরের সব ক’টি গেট বন্ধ করে দেওয়া হবে। গেট আবার খুলবে ৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টায়। বুধবার থেকেই দুই সরবরের নিরাপত্তায় থাকছে কমপক্ষে ১৫০ পুলিশকর্মী। লালবাজার জানিয়েছে, একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সব গেটেই থাকছে বিশেষ পাহারা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর এবং শহরের মোট ৯টি জলাশয়ে ছটপুজো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সবকটি জলাশয় ইতিমধ্যেই পুলিশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। পুজো সম্পন্ন করতে ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জলাশয়ে ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় থানা নিরাপত্তার দায়িত্বে থাকবে। শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। নিষিদ্ধ শব্দবাজির দাপট ঠেকাতেও এই বার তৎপর পুলিশ কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন রাস্তায় কিছুক্ষনের জন্য হলেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে। বিগত বছরগুলিতে দেখা গেছে ছটপুজো দিতে যখন যাওয়ার সময় লরি থেকে শব্দবাজি ফেলা হয়। এবার এমন ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বাজে কদমতলা ঘাট, তক্তাঘাট ছটপুজোর জন্য প্রস্তুত করা হয়েছে। একাধিক ঘাট পরিদর্শনে করবেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। থাকবেন লালবাজারের শীর্ষ কর্তারা।

spot_img
spot_img

Related articles

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...