Sunday, May 4, 2025

আমেরিকা সেরে উঠবে: প্রতিশ্রুতির বন্যা, পরবর্তী উপরাষ্ট্রপতির ইঙ্গিত ট্রাম্পের

Date:

ঘটনাবহুল রাষ্ট্রপতি নির্বাচনে পাল্লা কখনও কমলা হ্যারিসের পক্ষে, কখনও ট্রাম্পের পক্ষে ভারি হয়েছে। বিশ্বের রাজনীতিক ও রাজনীতি বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছিলেন এবারের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পর্ব দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কঠিন লড়াই দেখবে। সংখ্যা গরিষ্ঠতা ছোঁয়ার আগেই তাই ডেমোক্রাটিক প্রার্থী (Democratic) কমলা হ্যারিসকে (Kamala Harris) পিছনে ফেলে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিতেও দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন উপরাষ্ট্রপতি পদে কাকে আনতে চলেছেন তিনি। আমেরিকার সব রোগ সারিয়ে তোলার প্রতিশ্রুতি তিনি দিলেন তাঁর দলের পক্ষ থেকে।

ম্যাজিক ফিগার ২৭০ স্পর্শ করার আগেই ফ্লোরিডার (Florida) পাম বিচে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এই রকম নির্বাচন আগে কেউ দেখননি। এমনকি আগেও এমন ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। আমেরিকার মানুষ আমাদের এক ‘অভূতপূর্ব’ ও ‘শক্তিশালী’ ক্ষমতা দিয়েছে। যদিও এই নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ভোটের শতাংশ হিসাবে প্রাপ্ত ভোটে খুব বেশি ফারাক নেই। যেখানে ডেমোক্রাটিক প্রার্থী ৪৮ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছেন সেখানে ট্রাম্পের ঝুলিতে প্রায় à§«à§§ শতাংশ।

জয়ের ইঙ্গিত পেতেই আমেরিকাবাসীকে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাই এই অসাধারণ সম্মানের জন্য যা তাঁদের ৪৫তম রাষ্ট্রপতিকে ৪৭তম রাষ্ট্রপতি বানিয়ে দিল।” এই জয় গুরুত্বপূর্ণ দাবি করার পিছনে ট্রাম্পের যুক্তি, “আমরা দেশকে সারিয়ে তুলতে সাহায্য় করব।” নির্বাচনের আগে যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেভাবেই ফলাফলের মাঝেও প্রতিশ্রুতি দিলেন, “আমাদের দেশের এখন সাহায্য় প্রয়োজন। আমরা আমাদের সীমান্ত সমস্যা সমাধান করব (We will fix the border), দেশের সব সমস্যার সমাধান করব। আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি একটাই কারণে, যে বাধাগুলি আমরা অতিক্রম করেছি তা কেউ অতিক্রম করা সম্ভব বলেই মনে করেনি। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে আমরা সবথেকে অবিশ্বাস্য রাজনৈতিক জয় পেয়েছি।”

পাম বিচের মঞ্চে ট্রাম্পের পাশে তাঁরা স্ত্রী মেলোনিয়া (Melania Trump) উপস্থিত ছিলেন। সেখানে তিনি ধন্যবাদ জানান তাঁর স্ত্রীকে। সেই সঙ্গে এক্স-এর মালিক ইলন মাস্ককে (Elon Musk) ‘নতুন উদীয়মান তারকা’ হিসাবে ঘোষণা করেন। এদিনই তিনি ইঙ্গিত দেন কে তাঁর উপ-রাষ্ট্রপতি হতে চলেছেন। নির্বাচনে কঠিন পরিশ্রম করা জে ডি ভান্সকে (JD Vance) মঞ্চে ডেকে নেন তিনি। তিনি দাবি করেন, ভান্সের নির্বাচন “একটি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসাবে প্রমাণিত”। এই ঘোষণার পরই ভান্সের উপ-রাষ্ট্রপতি পদে আরোহন নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version