ঘিঞ্জি এলাকায় জড়ো করা থাকে প্লাস্টিক। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে অহরহ। একই সঙ্গে এর জেরে আগুন লাগলে সমস্যায় পড়ে দমকল। পোস্তা বাজারের পুজো উদ্বোধনে গিয়ে প্লাস্টিক মজুত না রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, পোস্তার ব্যবসায়ী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu), এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের নিয়ে নিয়ে একটি বৈঠক করুন। বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকার আগুন-প্লাস্টিক সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করুন।
বড়বাজার অঞ্চলে বহু জীর্ণ বাড়ি রয়েছে যেগুলিতে পুরসভা নোটিশ দিয়ে রেখেছে, সেখান থেকে মানুষ বিপদজনক জেনেও সরছেন না। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রস্তাব, আপনারা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা মাফিক একটি নতুন বাড়ি তৈরি করে আপনারা তাতে সরে যান। এতে আপনাদের ব্যবসা ও জীবন দুইই সুরক্ষিত হবে। সেই বাড়ি, পাঁচতলার জায়গায় দশতলা হলেও আমার কোনও সমস্যা নেই পুরসভা তার অনুমোদন দিয়ে দেবে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জায়গা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে কোর্টেও কেস হয়েছে। আমি চাই এই জট কাটিয়ে ফেলতে। কাজ ফেলে রাখতে ভালো লাগে না আমার। মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সকলের সঙ্গে আলোচনা করে জট কাটাতে।
