Saturday, November 8, 2025

প্লাস্টিক মজুত রাখবেন না: বড়বাজারে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, সমস্যায় FIR-এর পরামর্শ

Date:

ঘিঞ্জি এলাকায় জড়ো করা থাকে প্লাস্টিক। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে অহরহ। একই সঙ্গে এর জেরে আগুন লাগলে সমস্যায় পড়ে দমকল। পোস্তা বাজারের পুজো উদ্বোধনে গিয়ে প্লাস্টিক মজুত না রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন, পোস্তা বাজারের পুজো উদ্যোক্তা ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকায় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আপনারা দমকলকে দোষ দেবেন না। কারণ এই সমস্ত জায়গায় আপনারা প্রচুর পরিমাণে প্লাস্টিক জমায়েত করে রেখেছেন। মজুত রয়েছে অনেক দাহ্য পদার্থ। ফলে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয় ঘিঞ্জি এলাকায়। তাই আপনাদের অনুরোধ করব, প্লাস্টিক রাখবেন না। এরপরেই মমতা নির্দেশ দেন মঞ্চে উপস্থিত কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, পোস্তার ব্যবসায়ী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu), এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের নিয়ে নিয়ে একটি বৈঠক করুন। বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকার আগুন-প্লাস্টিক সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করুন।

বড়বাজার অঞ্চলে বহু জীর্ণ বাড়ি রয়েছে যেগুলিতে পুরসভা নোটিশ দিয়ে রেখেছে, সেখান থেকে মানুষ বিপদজনক জেনেও সরছেন না। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রস্তাব, আপনারা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা মাফিক একটি নতুন বাড়ি তৈরি করে আপনারা তাতে সরে যান। এতে আপনাদের ব্যবসা ও জীবন দুইই সুরক্ষিত হবে। সেই বাড়ি, পাঁচতলার জায়গায় দশতলা হলেও আমার কোনও সমস্যা নেই পুরসভা তার অনুমোদন দিয়ে দেবে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জায়গা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে কোর্টেও কেস হয়েছে। আমি চাই এই জট কাটিয়ে ফেলতে। কাজ ফেলে রাখতে ভালো লাগে না আমার। মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সকলের সঙ্গে আলোচনা করে জট কাটাতে।







Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version