Monday, August 25, 2025

ট্রাম্পকে জেতালেন টেসলা কর্তা! মাস্ককে নির্বাচনের ‘তারকা’ আখ্যা মার্কিন প্রেসিডেন্টের

Date:

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election) ফল ঘোষণা হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বিজয়ী ঘোষণা করে দেন এলন মাস্ক (Elon Musk)। এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে জোয়ার আনতে America Pac, the Political Action Committee-র সূচনাও করেন মাস্ক। অক্টোবর পর্যন্ত ওই সংস্থায় প্রায় ১১ কোটি ৮০ লক্ষ ডলার অনুদানও দেন তিনি। টেসলা (TESLA)-কর্তার এহেন কাণ্ডে অনেকেই বলতে শুরু করেছিলেন, যেচেপড়ে ট্রাম্পকে মসনদে ফেরানোর দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন মাস্ক। বুধবার বিজয়ী ভাষণে মাস্ককে এবছর নির্বাচনের ‘তারকা’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট(US President)।

সাদা বাড়ির লড়াইয়ে এবছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ডের বিপরীতে ছিলেন ডেমোক্র্যাটের কমলা হ্যারিস (Kamala Harris)। প্রথম থেকেই বোঝা গেছিল যে এই নির্বাচনের ফ্যাক্টর হতে পারে সুইং স্টেটের ভোট। ভোটগ্রহণের ঠিক আগে নথিভুক্ত ভোটারদের জন্য নয়া প্রস্তাব নিয়ে হাজির হন মাস্ক এবং তাঁর সংস্থা America Pac. আগ্নেয়াস্ত্র রাখার অধিকার এবং বাক স্বাধীনতার অধিকারের পক্ষে পিটিশনে সই করলে ভোটগ্রহণের দিন পর্যন্ত প্রতিদিন ১০ লক্ষ ডলার পুরস্কার জেতার সুযোগ থাকবে বলে ঘোষণা করা হয়। সাত রাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিনের জন্যই পুরস্কারের ঘোষণা করা হয়। বলাই বাহুল্য এর মধ্যে ছটি অঙ্গরাজ্যেই ডোনাল্ড জয়ী হয়েছেন। বিজয়ী ভাষণে ট্রাম্পের পাশে মাস্ককে দেখা না গেলেও, নির্বাচনী প্রচারে লাগাতার তাঁর হয়ে সওয়াল করেছেন এক্স কর্তা।

একসময় ডেমোক্র্যাটস সমর্থক ছিলেন মাস্ক। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের সমর্থনে এভাবে প্রকাশ্যে ব্যাট ধরলেন কেন মাস্ক? বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২২ সালের নভেম্বর মাসে X-এর মালিকানা হাতে পান মাস্ক। আর তখন থেকেই রিপাবলিকানদের দিকে ঝুঁকতে শুরু করেন তিনি। মাস্কের (Elon Musk) বক্তব্য ছিল, স্বাধীনতা, মেধার স্বীকৃতির কথা মাথায় রাখলে, আমেরিকায় ট্রাম্পেরই জেতা উচিত। পাশাপাশি এই সমর্থনের পিছনে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। রকেট উৎক্ষেপণ নিয়ে থেকে শুরু করে মহাকাশ গবেষণার বাণিজ্যকরণ নিয়ে আমেরিকার বর্তমান নীতি ট্রাম্পের আমলে শিথিল হলে তা আখেরে লাভজনক হবে এলনের সংস্থার জন্য। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধার পরিমাণটা অনেক বাড়বে স্পেস এক্স কর্তার। এক কথায়, ব্যবসায়িক স্বার্থে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা এলন মাস্কের।

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version