Monday, December 1, 2025

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যু, ভাইরাল মেসেজ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।বৃহস্পতিবার সকালে অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। তার মোবাইল থেকে একটি মেসেজ একাধিক নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে বলে দাবি চিকিৎসক মহলের একাংশের মৃত্যুর আগে ওই মেসেজের মধ্য দিয়ে দীপ্র ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে দাবি ঝাড়গ্রামের চিকিৎসকদের একাংশের। যদিও এই মেসেজ আদৌ ওই চিকিৎসকের মোবাইল থেকে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয় একটি হোটেলের পাঁচতলায় থাকতেন এই চিকিৎসক। ওই হোটেলটিতেই ভাড়া থাকেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অন্যান্য চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিজের রুমে পৌঁছন দীপ্র। এরপর একাধিক বার তার স্ত্রী ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। একাধিক বার তার রুমের কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ওই হোটেলের অন্যান্য আবাসিকরা ঘরে ঢুকে দীপ্রর দেহ দেখতে পান।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঝাড়গ্রামের চিকিৎসক মহলের একাংশের বক্তব্য, দীপ্র এ দিন একটি মেসেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। যেখানে ‘থ্রেট কালচার’ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই চিকিৎসক। তিনি লিখেছেন, যারা ছাত্রদের ভয় দেখায়, স্বজনপোষণকে সমর্থন করে,  উচ্চপদস্থ ব্যক্তিদের তেল দেয় তারা সন্দীপ ঘোষ এর থেকে কোনও অংশে কম নয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...