ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যু, ভাইরাল মেসেজ ঘিরে ধোঁয়াশা

যদিও এই মেসেজ আদৌ ওই চিকিৎসকের মোবাইল থেকে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।বৃহস্পতিবার সকালে অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। তার মোবাইল থেকে একটি মেসেজ একাধিক নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে বলে দাবি চিকিৎসক মহলের একাংশের মৃত্যুর আগে ওই মেসেজের মধ্য দিয়ে দীপ্র ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে দাবি ঝাড়গ্রামের চিকিৎসকদের একাংশের। যদিও এই মেসেজ আদৌ ওই চিকিৎসকের মোবাইল থেকে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয় একটি হোটেলের পাঁচতলায় থাকতেন এই চিকিৎসক। ওই হোটেলটিতেই ভাড়া থাকেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অন্যান্য চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিজের রুমে পৌঁছন দীপ্র। এরপর একাধিক বার তার স্ত্রী ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। একাধিক বার তার রুমের কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ওই হোটেলের অন্যান্য আবাসিকরা ঘরে ঢুকে দীপ্রর দেহ দেখতে পান।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঝাড়গ্রামের চিকিৎসক মহলের একাংশের বক্তব্য, দীপ্র এ দিন একটি মেসেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। যেখানে ‘থ্রেট কালচার’ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই চিকিৎসক। তিনি লিখেছেন, যারা ছাত্রদের ভয় দেখায়, স্বজনপোষণকে সমর্থন করে,  উচ্চপদস্থ ব্যক্তিদের তেল দেয় তারা সন্দীপ ঘোষ এর থেকে কোনও অংশে কম নয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.