Monday, December 22, 2025

রাজ্যের পরীক্ষাকেন্দ্রে NEET-NET পরীক্ষা আদতে ষড়যন্ত্র, দাবি ব্রাত্যর

Date:

Share post:

এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) দাবি নিট ও নেটের মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলো কেন্দ্রই পরিচালনা করবে কিন্তু তার জন্য নিরাপদ পরীক্ষাকেন্দ্র খুঁজে দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে। কেন্দ্রের শিক্ষা দফতরের এই চাতুরিকে সরাসরি প্রত্যাখ্যান রাজ্যের। নিট কেলেঙ্কারিতে (NEET scam) জড়িয়ে পড়া এনটিএ নিজেদের পিঠ বাঁচাতে যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। সেই সঙ্গে কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্য ফিরে পাওয়ার দাবি জানিয়েছে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী (education minister)।

সারাদেশ তোলপাড় করা নিট কেলেঙ্কারিতেও (NEET scam) নিজেদের জেদ বজায় রেখে ফের পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। তবে পিঠ বাঁচাতে রাজ্যের ঘাড়ে পরীক্ষাকেন্দ্রের দায় চাপানোর চেষ্টা চলছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়, এখন বিপাকে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে তাঁরা কোনওভাবেই আর রাজ্যকে ফাঁদে ফেলতে পারবে না। নিট কেলেঙ্কারির পর জোরালো প্রশ্ন উঠেছে সর্বভারতীর এই দুই প্রবেশিকা পরীক্ষায় এনটিএ-র (NTA) পরিকাঠামো নিয়ে। তাই নিজেদের ঘাড় থেকে কিছুটা দায় ঝেড়ে ফেলতে রাজ্য গুলির দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্র প্রস্তাব দিয়েছে, নিট (NEET) ও নেটের (NET) মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলি পরিচালনা করবে এনটিএ (NTA)। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস বা অপ্রীতিকর কোন ঘটনা  এড়াতে নিরাপদ পরীক্ষাকেন্দ্র খুঁজে দিতে হবে রাজ্যগুলিকেই। তবে এই প্রস্তাবে রাজি নয় রাজ্য। কেন্দ্রের ষড়যন্ত্রকারী অভিসন্ধি বুঝতে পেরে আগেই এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ধরনের প্রবেশিকা পরীক্ষা রাজ্যের হাতে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ রাজ্যের হাতে যতদিন এই পরীক্ষা ব্যবস্থার ভার ছিল ততদিন কোনওরকম অপব্যবস্থা দেখা যায়নি। তাই পুনরায় এই পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়েছিল শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ের তরফেই। এ প্রসঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu) জানান, অভিন্ন প্রবেশিকা পরীক্ষা রাজ্য খুব ভালোভাবে নিত। রাজ্যের হাত থেকে কেন বিজেপি সরকার এই পরীক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিল তা আমাদের বোধগম্যতার বাইরে ছিল। এ পরীক্ষা আবার ফেরত চাই আমরা।

spot_img

Related articles

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই গুলিবিদ্ধ আরও এক ছাত্রনেতা

ওসমান হাদির মৃত্যুর রেশ এখনও কাটেনি, এর মধ্যেই বাংলাদেশে (Bangladesh) গুলিবিদ্ধ হলেন আর এক ছাত্রনেতা। নেতার নাম মোতালেব...

”গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম!” কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।...

SIR বিতর্কে বিএলওদের বিক্ষোভ! ধস্তাধস্তিতে আহত পুলিশ

অতিরিক্ত কাজের চাপের জেরে কলকাতায় CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড...

তিনি বিজেপিরই বাই-প্রোডাক্ট: দল ঘোষণার মঞ্চ থেকে নিজেই প্রমাণ করলেন হুমায়ুন!

বাংলায় ভোট কাটার রাজনীতি করে নতুন রাজনীতির খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আদতে গোটা রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলার...