Tuesday, August 26, 2025

মঙ্গলে হল না, বুধেও না। অবশেষে বৃহস্পতিতে কি সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে? এখনও ধোঁয়াশা আইনজীবিদের মনে। কলকাতার সরকারি হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা চলছে শীর্ষ আদালতে (Supreme Court)। মঙ্গলবার শুনানির সময় ধার্য করা থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ততার কারণে মামলা পিছিয়ে বুধবার প্রথমে তা এজলাসে ওঠার কথা থাকলেও পরে জানা যায় দ্বিতীয়ার্ধে মামলা শোনা হবে। কিন্তু বুধের বিকেলে ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) জানিয়ে দেন ৭ নভেম্বর এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। তবে সকালে না দুপুরে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে দুদিনে তিনবার পিছিয়ে গেল শুনানি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্রের (Manoj Mishra) বেঞ্চে আরজি কর মামলার (RG Kar Medical College and Hospital) শুনানি চলছে। এই নিয়ে সপ্তম বারের জন্য শুনানি হচ্ছে। এদিন CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা পড়ার কথা। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে হলফনামা দেবে রাজ্য। আরজি কর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে রয়েছেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। বুধবার মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। রাজ্যের আইনজীবী আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এর পর সিব্বল আবার বলেন, সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানি হলে ভাল হয়। এরপরেই চন্দ্রচূড় (DY Chandrachud) আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে শুনানির সময় সংক্রান্ত সিদ্ধান্ত কোর্টকে জানানোর নির্দেশ দেন।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version