Saturday, November 8, 2025

তিনবার পিছিয়ে অবশেষে আজ আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Date:

মঙ্গলে হল না, বুধেও না। অবশেষে বৃহস্পতিতে কি সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে? এখনও ধোঁয়াশা আইনজীবিদের মনে। কলকাতার সরকারি হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা চলছে শীর্ষ আদালতে (Supreme Court)। মঙ্গলবার শুনানির সময় ধার্য করা থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ততার কারণে মামলা পিছিয়ে বুধবার প্রথমে তা এজলাসে ওঠার কথা থাকলেও পরে জানা যায় দ্বিতীয়ার্ধে মামলা শোনা হবে। কিন্তু বুধের বিকেলে ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) জানিয়ে দেন ৭ নভেম্বর এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। তবে সকালে না দুপুরে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে দুদিনে তিনবার পিছিয়ে গেল শুনানি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্রের (Manoj Mishra) বেঞ্চে আরজি কর মামলার (RG Kar Medical College and Hospital) শুনানি চলছে। এই নিয়ে সপ্তম বারের জন্য শুনানি হচ্ছে। এদিন CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা পড়ার কথা। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে হলফনামা দেবে রাজ্য। আরজি কর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে রয়েছেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। বুধবার মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। রাজ্যের আইনজীবী আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এর পর সিব্বল আবার বলেন, সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানি হলে ভাল হয়। এরপরেই চন্দ্রচূড় (DY Chandrachud) আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে শুনানির সময় সংক্রান্ত সিদ্ধান্ত কোর্টকে জানানোর নির্দেশ দেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version