Sunday, May 4, 2025

আমেরিকার (USA) সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসের (White House) প্রধান স্টাফ হিসাবে বেছে নিলেন একজন মহিলাকে। সুসি ওয়াইলস আমেরিকার ইতিহাসে প্রথমবার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মনোনীত হলেন। এবারের নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন। ট্রাম্পকে রাষ্ট্রপতি পদে পুনঃনির্বাচিত করার কৃতিত্ব স্বরূপ সুসি ওয়াইলস এই পুরস্কার পেলেন।

কে এই সুসি ওয়াইলস? সুসি একজন বিশিষ্ট ফুটবল প্লেয়ার কাম স্পোর্টসকাস্টার প্যাট সামারালের কন্যা। সদ্য মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প তাঁকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে বেছে নিলেন। ৬৭ বছরের ওয়াইলস মার্কিন ইতিহাসে এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা।ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে জয় হাসিলের পর বলেছিলেন, সুসি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় এনে দিয়েছেন। ২০১৬ ও ২০২০ সালেও রাষ্ট্রপতি নির্বাচনে আমার প্রচারাভিযানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন সুসি। তিনি স্মার্ট এবং কঠোর পরিশ্রমী একজন দক্ষ প্রচারক। তাঁকে হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসাবে পাওয়া সৌভাগ্যের। এই সম্মান তাঁর প্রাপ্য।
ট্রাম্প বলেন, আমরা তাঁকে ‘আইস বেবি’ বলে থাকি। সুসি ব্যাকগ্রাউন্ডে থাকতেই বেশি পছন্দ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত জেডি ভান্স হোয়াইট হাউজের প্রধান স্টাফ হিসেবে সুসির মনোনীত হওয়াকে গ্রেট নিউজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুসি আমাদের সরকারের একটা বড় অ্যাসেট। ১৯৮০ সাল থেকে তিনি সক্রিয় রাজনৈতিক ময়দানে রয়েছেন। তখন থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রচারকের ভূমিকায় ছিলেন। ফ্লোরিডায় রিপাবলিকান সরকার তৈরির নেপথ্যে ছিল তার অবদান।








Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version