Monday, December 22, 2025

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যুতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য  

Date:

Share post:

ফের চিকিৎসকের রহস্য মৃত্যু। এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের ছাত্র দীপ্র ভট্টাচার্যের নিথর দেহ উদ্ধার হয় তার ফ্ল্যাট থেকেই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ডাক্তারদের একাংশের অভিযোগ, নিহত চিকিৎসকের ফোন থেকে একটি মেসেজ অনেকগুলো নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে। আর সেই ফরওয়ার্ডেড মেসেজ ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে।

এবার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সামনে এল। যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে ডাক্তারদের মধ্যে।প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে ‘সিরিঞ্জ মারফত শরীরে কিছু ঢুকেছিল। তারপরই মাল্টি অর্গান ফেলিওর হয়। যার জেরে মৃত্যু হয়েছে।’ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও ওই চিকিৎসকের শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, দীপ্র মেসেজের মাধ্যমে হাসপাতালে ‘থ্রেট কালচার’ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে আদৌ সেই মেসেজ দীপ্রর ফোন থেকেই ফরওয়ার্ড করা হয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের একটি হোটেলে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের বহু পড়ুয়া ভাড়া থাকতেন। বৃহস্পতিবার ডিউটি সেরে সকাল পৌনে ৯টা নাগাদ হোটেলের ঘরে পৌঁছন নিহত চিকিৎসক দীপ্র। তারপর থেকেই দীপ্রর স্ত্রী বারাবার ফোন করে দীপ্রকে না পেয়ে, অবশেষে বাদ্ধ হয়ে তিনি দীপ্রর সহকর্মীদের জানান দীপ্রর খোঁজ নিতে।

দীপ্রর সহকর্মীরাও তাকে বারবার ফোন করে, ফোনে না পেয়ে নিহত চিকিৎসকের ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন সহকর্মীরা।সাড়া না পেয়ে সহকর্মীরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন দীপ্রর নিথর দেহ পড়ে আছে।ইতিমধ্যেই, ঝাড়গ্রাম পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা সম্ভব হবে না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

spot_img

Related articles

রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালুর দাবি! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের শমীক ভট্টাচার্যের 

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) কার্যক্রম চালুর দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে...

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...