Thursday, May 8, 2025

অনুব্রত ফিরেছেন, বীরভূমে কোর কমিটিকেও গুরুত্ব বীরভূমে! নেপথ্যে কোন সমীকরণ

Date:

বীরভূমে দল পরিচালনায় কোর কমিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফিরে আসার পর এই প্রথম কোর কমিটির বৈঠক বসছে। সেখানে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল ও কোর কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় রেখে চলার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই মত ব্যক্ত করেছেন।

বীরভূমে (Birbhum) দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই কোর কমিটি (Core Committee) বৈঠকের তোড়জোড় শুরু হয়। আগামী ১৬ নভেম্বর সেই বৈঠক ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে কোর কমিটির সদস্যরা সবাই উপস্থিত থাকবেন। বৈঠকের ডাক দেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এই বৈঠকে অনুব্রত মণ্ডলকেও যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটিকে গুরুত্ব দিয়ে নিজেই অনুব্রত মণ্ডলের ভূমিকা সুস্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বলেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি। উনি নিজে কোর কমিটিকে পরিচালনা করবেন। অনুব্রতও কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়েছিলেন আগে। বলেছিলেন, কোর কমিটির সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি না, তা দেখতে হবে। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত।

বৃহস্পতিবার নিজের জন্মদিনে ব্যক্তিগত অভিমত প্রকাশ করে অভিষেক বলেন, আমার ব্যক্তিগত মত, কোর কমিটি থাকা উচিত। কারণ, এই কোর কমিটিই বীরভূমে আমাদের দু’টি লোকসভা আসনে জয় ধরে রেখেছে। ব্যবধানও বাড়িয়েছে। তিনি অনুব্রতকে কোর কমিটি পরিচালনার ভার দেওয়ার কথাও জানিয়েছেন স্পষ্ট করে।

আরও পড়ুন- বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! কড়া হুঁশিয়ারি ভারতের

Related articles

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...
Exit mobile version