Tuesday, May 6, 2025

নগ্ন-নাচের অশালীন প্রস্তাব, রাজি না হওয়ায় শিল্পীদের মারধর- শ্লীলতাহানির অভিযোগ নন্দকুমারে

Date:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমার এলাকার ঠেকুয়া বাজারের এক ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মহিলা শিল্পীদের পোশাক খুলে নাচের প্রস্তাব উদ্যোক্তাদের। রাজি না হওয়ায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার ২ ক্লাব সদস্য।

‘হট’ অবতরের ডান্স করতে হবে মহিলা নৃত্যশিল্পীদের, নন্দকুমারে এমনই মারাত্মক অভিযোগ উঠল ‘সোনার বাংলা’ ক্লাবের উদ্যোক্তাদের বিরুদ্ধে। শিল্পীরা বলছেন তিন ঘণ্টার অনুষ্ঠানের চুক্তি থাকলেও পাঁচ ঘণ্টা পারফর্ম করার জন্য বাধ্য করা হয় তাঁদের। শেষে বলা হয় পোশাক খুলে নাচতে হবে। তাঁরা রাজি না হওয়ায় মত্ত অবস্থায় আয়োজকরা মহিলা পুরুষ শিল্পীদের উপর চড়াও হন। মারধরের পাশাপাশি মহিলাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগও উঠেছে। পরে শিল্পী সংগঠন বিএসএফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ক্লাব সদস্যদের পাল্টা অভিযোগ, ‘‘অশ্লীল নাচের দাবি করা হয়নি। নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। এই নিয়ে কথা কাটাকাটি চলার সময় নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙেছে। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে শ্লীলতাহানি ও অশ্লীল নাচের আসরের কথা বলে চালাচ্ছেন নাচের শিল্পীরা।’’ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police)। পুলিশ ইতিমধ্যেই দু’জন ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে।

Related articles

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...
Exit mobile version