Thursday, November 13, 2025

নগ্ন-নাচের অশালীন প্রস্তাব, রাজি না হওয়ায় শিল্পীদের মারধর- শ্লীলতাহানির অভিযোগ নন্দকুমারে

Date:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমার এলাকার ঠেকুয়া বাজারের এক ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মহিলা শিল্পীদের পোশাক খুলে নাচের প্রস্তাব উদ্যোক্তাদের। রাজি না হওয়ায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার ২ ক্লাব সদস্য।

‘হট’ অবতরের ডান্স করতে হবে মহিলা নৃত্যশিল্পীদের, নন্দকুমারে এমনই মারাত্মক অভিযোগ উঠল ‘সোনার বাংলা’ ক্লাবের উদ্যোক্তাদের বিরুদ্ধে। শিল্পীরা বলছেন তিন ঘণ্টার অনুষ্ঠানের চুক্তি থাকলেও পাঁচ ঘণ্টা পারফর্ম করার জন্য বাধ্য করা হয় তাঁদের। শেষে বলা হয় পোশাক খুলে নাচতে হবে। তাঁরা রাজি না হওয়ায় মত্ত অবস্থায় আয়োজকরা মহিলা পুরুষ শিল্পীদের উপর চড়াও হন। মারধরের পাশাপাশি মহিলাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগও উঠেছে। পরে শিল্পী সংগঠন বিএসএফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ক্লাব সদস্যদের পাল্টা অভিযোগ, ‘‘অশ্লীল নাচের দাবি করা হয়নি। নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। এই নিয়ে কথা কাটাকাটি চলার সময় নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙেছে। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে শ্লীলতাহানি ও অশ্লীল নাচের আসরের কথা বলে চালাচ্ছেন নাচের শিল্পীরা।’’ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police)। পুলিশ ইতিমধ্যেই দু’জন ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version