Wednesday, August 20, 2025

নগ্ন-নাচের অশালীন প্রস্তাব, রাজি না হওয়ায় শিল্পীদের মারধর- শ্লীলতাহানির অভিযোগ নন্দকুমারে

Date:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমার এলাকার ঠেকুয়া বাজারের এক ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মহিলা শিল্পীদের পোশাক খুলে নাচের প্রস্তাব উদ্যোক্তাদের। রাজি না হওয়ায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার ২ ক্লাব সদস্য।

‘হট’ অবতরের ডান্স করতে হবে মহিলা নৃত্যশিল্পীদের, নন্দকুমারে এমনই মারাত্মক অভিযোগ উঠল ‘সোনার বাংলা’ ক্লাবের উদ্যোক্তাদের বিরুদ্ধে। শিল্পীরা বলছেন তিন ঘণ্টার অনুষ্ঠানের চুক্তি থাকলেও পাঁচ ঘণ্টা পারফর্ম করার জন্য বাধ্য করা হয় তাঁদের। শেষে বলা হয় পোশাক খুলে নাচতে হবে। তাঁরা রাজি না হওয়ায় মত্ত অবস্থায় আয়োজকরা মহিলা পুরুষ শিল্পীদের উপর চড়াও হন। মারধরের পাশাপাশি মহিলাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগও উঠেছে। পরে শিল্পী সংগঠন বিএসএফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ক্লাব সদস্যদের পাল্টা অভিযোগ, ‘‘অশ্লীল নাচের দাবি করা হয়নি। নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। এই নিয়ে কথা কাটাকাটি চলার সময় নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙেছে। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে শ্লীলতাহানি ও অশ্লীল নাচের আসরের কথা বলে চালাচ্ছেন নাচের শিল্পীরা।’’ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police)। পুলিশ ইতিমধ্যেই দু’জন ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version