Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) গতবছর থেকেই খারাপ হতে শুরু করেছে সম্পর্ক। মাঝে ঠিক করার চেষ্টা চললেও, আঠা লাগেনি । যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে তার হলেন কেল এল রাহুল এবং লখনউ সুপার জায়ান্ট। এবছর রিটেশনে ছেড়ে দেওয়া হয় রাহুলকে। সামনেই আইপিএল-এর মেগা নিলাম। আর তার আগে পুরনো দল নিয়ে মুখ খুললেন লখনউ-এর প্রাক্তন অধিনায়ক।

২) গৌতম গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে পাঠাতে না বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিক বৈঠকে এসে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় গৌতম গম্ভীরকে। যতটা সম্ভব সরাসরি উত্তর দিয়েছেন গম্ভীর। পাশে দাঁড়িয়েছেন দলের পাশে। কিন্তু গম্ভীরের উত্তর দেওয়ার ধরন পছন্দ হয়নি সঞ্জয় মঞ্জরেকরের। তিনি ভারতীয় ক্রিকেটবোর্ডকে অনুরোধ করেছেন গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে না পাঠাতে।

৩) রহস্যজনক মৃত্যু হল এক খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম অমিত বর্মা। শটপাট খেলোয়াড় তিনি। জাতীয় স্তরের খেলেন অমিত। অনুশীলনের জন্য গত এক বছর ধরে মধ্যপ্রদেশের ভোপালে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে অমিতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৪) আরিয়ান থেকে অনয়া বাঙ্গার। লিঙ্গ পরিবর্তন করে হঠাৎই আলোচনার কেন্দ্রে তিনি। আর কেনই বা হবে না আলোচনা, তিনি যে আসলে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙারের ছেলে। ম্যানচেস্টারে থাকেন তিনি। নিজেই জানিয়েছেন এই পরিবর্তনের কথা।

৫) সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। রবিবার এবং সোমবার উড়ে যাবে দল। তবে তার আগে ফের একবার রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। জানালেন যদি রোহিত প্রথম টেস্ট খেলতে না পরে তবে দলকে নেতৃত্ব দেবেন কে?

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ