Monday, May 19, 2025

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত, বাংলায় হবে প্রতিবাদ! অনুমতি হাইকোর্টের

Date:

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আসার পর সেই অত্যাচারের সীমা আর বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশের হিংসার ঘটনায় এপার বাংলায় হবে প্রতিবাদ। বাংলার সরকার সর্বদা সংখ্যালঘুদের সম্মান দেয়, তাদের পাশে থাকে। কিন্তু প্রতিবেশী দেশে ঘটছে ঠিক উল্টোটা। তাই মিছিল করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে কলকাতা। মঙ্গলবার সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে পুলিশের নির্ধারিত জায়গাতেই করতে হবে এই মিছিল। প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় প্রয়োজনে পুলিশ লাঠিচার্জ করতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার ক্রমেই বাড়ছে। প্রতিবাদে এপার বাংলায় প্রতিবাদ মিছিল করতে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল গোবর্ধন গিরি চ্যারিটেবল ট্রাস্ট। পুলিশ অশান্তি এড়াতে অনুমতি দেয়নি মিছিলর। তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে ট্রাস্ট। তারপরই আদালত জানিয়ে দেয়, মিছিল করতে পারবে কিন্তু তা করতে হবে নির্ধারিত জায়গায়।

রানি রাসমণি অ্যাভিনিউ, লেনিন সরণি, এজেসি বোস রোড, লোয়ার সার্কুলার রোড, বেকবাগান মোড় হয়ে ওই প্রতিবাদ মিছিল পৌঁছবে বাংলাদেশ হাই কমিশনের অফিসে। মিছিলের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। বিচারপতি জানান, নির্দিষ্ট রুটেই মিছিল যাবে। পুলিশকে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি অনিয়ন্ত্রিত হলে পুলিশকে লাঠি চালানোর অনুমতিও দিয়েছে হাইকোর্ট। বেলা ১২টা থেকে বিকেল ৪.১৫-র মধ্যে শেষ করতে হবে মিছিল। এক হাজারের বেশি জমায়েত করা যাবে না।

আরও পড়ুন- সুপারি কিলার দিয়ে খুন তৃণমূল নেতা! নির্বাচনমুখী বসিরহাটে অভিযুক্ত বিরোধীরা

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...
Exit mobile version