Saturday, May 3, 2025

রাত পোহালেই নির্বাচন প্রতিবেশী ঝাড়খণ্ডে (Jharkhand)। বিজেপির পক্ষপাতিত্বের রাজনীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জেলে ভরার পরেও লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডে মাথা তুলে দাঁড়াতে পারেনি বিজেপি ও তার সহযোগী দল। তারপরেই দল ভাঙানোর খেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে (Champai Soren) দলে টেনেছে বিজেপি। তারপরেও বিজেপি ও জনবিরোধী শক্তিগুলি আদতে ঝাড়খণ্ডের মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারবে তার পরীক্ষা শুরু বুধবার। ঝাড়খণ্ডের ৮১ বিধানসভা কেন্দ্রে এবার দুই দফার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

প্রথম দফার নির্বাচনে (first phase election) ঝাড়খণ্ডে অংশ নেবেন ৪৩ বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এই সব কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্য়া ৬৮৫ জন। এর মধ্যে গুরত্বপূর্ণ কেন্দ্র রাজধানী রাঁচি (Ranchi) ও তার লাগোয়া হাতিয়া, কাঁকে কেন্দ্র। সেই সঙ্গে বুধবারই নির্বাচন হবে সরাইকেল্লা কেন্দ্রে, যেখান থেকে প্রার্থী সদ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে I.N.D.I.A. জোটের তেমন গুরুত্বপূর্ণ প্রার্থী প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবারেই সব কেন্দ্রে পৌঁছে যান ভোটকর্মীরা। তবে এরই মধ্যে ফের বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগ জারি রেখেছে বিজেপির কেন্দ্র সরকার। মঙ্গলবারও রাঁচি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) পক্ষ থেকে দাবি করা হয় বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত টাকা লেনদেন মামলায় তদন্ত চালাতে এই তল্লাশি চালানো হয়েছে। যদিও প্রতিবেশী রাজ্যের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অনুপ্রবেশ ইস্যুকে উস্কে দেওয়ার বিরোধিতা করে তৃণমূলও। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি, যে স্বরাষ্ট্রমন্ত্রীর হাঁকডাক করে যান, অনুপ্রবেশ তো তাঁরই দফতরের দায়িত্ব।

Related articles

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...
Exit mobile version