Thursday, August 21, 2025

উপনির্বাচন (By-election) সাধারণভাবে শাসকদলের পক্ষেই যায়। তবে একসঙ্গে ছয় কেন্দ্রের উপনির্বাচনের দিন বুথের ছবিই স্পষ্ট করে দিল বিরোধীদের খড়কুটোর মতো উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী মিলে যেতে চলেছে। যদিও পরাজয় নিশ্চিত জেনে বেশ কিছু জায়গায় অশান্তি তৈরির চেষ্টা করে বিরোধীরা। তবে শাসকদলের দাবি, আদতে মানুষ প্রত্যাখ্যান করেছে বিরোধী বিশেষত বিজেপিকে। বিজেপির খুন-জখমের রাজনীতির তীব্র নিন্দা করা হয় শাসকদলের পক্ষ থেকে।

উপনির্বাচনেও অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপিকেই (BJP) দায়ী করা হয় শাসকদলের পক্ষ থেকে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “কিছু জায়গায় নাটক করার চেষ্টা বিরোধীদের। খুন জখমের রাজনীতি এই বিরোধীদের, এই বিজেপির। গো-হারা হারছে তাই আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা। খুন করা হচ্ছে। এগুলো বিজেপির কীর্তি।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “বিজেপির লোকজন নেই। তাদের বুথে লোক দিতে পারে না, কোনও সংগঠন নেই।” যদিও নির্বাচন কমিশনের দাবি, ভাটপাড়ার খুনের সঙ্গে নির্বাচনের যোগ নেই।

হাড়োয়া (Haroa) কেন্দ্রে অশান্তির তৈরির চেষ্টা করেছিলেন বাম সমর্থিত আইএসএফ (ISF) প্রার্থী পিয়ারুল ইসলাম। তাঁকে হাতেনাতে ছাপ্পা ভোট দিতে আটকে দেন স্থানীয় বাসিন্দারা। এই রাজনীতিতেও বামেদের হালে কোনও পানি আসবে না বলেই দাবি শাসকদলের। কুণাল ঘোষের দাবি, “কোথায় সিপিআইএম (CPIM)? সোশ্য়াল মিডিয়ায় বড় বড় কথা। বামপন্থীদের নানারকম জোট। তাও তারা কোথাও নেই।”

অন্যদিকে মাদারিহাট (Madarihat) এই ছয় কেন্দ্রের মধ্যে একমাত্র কেন্দ্র যা এবার বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার পথে রাজ্যের শাসকদল। তার কারণ হিসাবেও সেই প্রাক্তন বিজেপি বিধায়কের অনুন্নয়নের তত্ত্ব নির্বাচনের দিন উঠে এলো। বিজেপি প্রার্থী রাহুল লোহার মুজনাই এলাকায় গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। এতদিন বিজেপির নেতা-কর্মীরা কোথায় ছিলেন প্রশ্ন তুলে তাঁরা এলাকা থেকে তাড়িয়ে দেন বিজেপি প্রার্থীকে। পাথর ছোঁড়া হয় তার গাড়িতে।

কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী ছয় কেন্দ্রে ভোটদানের গড় ৬৯.২৯ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালডাংরায়, ভোটদানের হার ৭৫.২ শতাংশ। সবথেকে কম ভোট নৈহাটিতে পড়েছে, ৬২.১ শতাংশ। কমিশনের দাবি নির্বাচন শান্তিপূর্ণ। এরপরেও বিরোধীদের বিশেষত বিজেপি নেতাদের দাবি কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার হয়েছে। পাল্টা কুণাল ঘোষের দাবি, “বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনী বলে হুমকি দেয়। এখন কেন্দ্রীয় বাহিনী কি করল বলে কাঁদছে। লোকজন নেই, বাংলার স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর নীতি নেই। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অজুহাত দিচ্ছে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version