Saturday, May 3, 2025

সরকারি হাসপাতালে চিকিৎসককে কোপের পর কোপ! চেন্নাইয়ে বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা

Date:

চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গোটা দেশে কতটা সংকটে তার ছবি ধরা পড়ল চেন্নাইয়ের (Chennai) সরকারি হাসপাতালে। রোগীর ছেলের সাতটি ছুরির কোপে আক্রান্ত চিকিৎসককে দ্রুত ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ঘটনায় দ্রুত তৎপরতা দেখায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। আর জি করের ঘটনার পরে গোটা দেশের স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা বিধান নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, তার পর্যবেক্ষণে তৈরি টাস্ক ফোর্সের (NTF) দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া কতটা জরুরি তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল।

চেন্নাইয়ের গুইন্ডিতে (Guindy) কলাইগনার সেন্টেনারি সুপারস্পেশালিটি হাসপাতালের অনকোলজি (Oncology) বিভাগের চিকিৎসক বালাজির উপর চড়াও হয় ভিগনেশ্বরম নামে এক যুবক। অভিযোগ, ওই যুবক আগে ওই হাসপাতালের কর্মী ছিল। তাঁর মায়ের চিকিৎসা করছিলেন চিকিৎসক বালাজি। সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাঁদের বচসা শুরু হতেই ভিগনেশ্বরম বালাজির ঘাড়ে ছুরি দিয়ে পরপর সাতটি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই বিক্ষোভ সামিল হন হাসপাতালের চিকিৎসকরা। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (TNGDA) এই ঘটনার তীব্র নিন্দা করে। সেই সঙ্গে রাজ্যজুড়ে জরুরি পরিষেবা, নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার ছাড়া কর্মবিরতি শুরু করে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীরাও বিক্ষোভে সামিল হয়। নিরাপত্তা সংক্রান্ত তিন দফা দাবি তাঁরা প্রশাসনের কাছে পেশ করে। অন্য়দিকে, অভিযুক্ত ভিগনেশ্বরমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখানেই উঠে আসে হাসপাতালের মধ্যে লুকিয়ে ছুরি এনেছিল ওই যুবক। তার লক্ষ্যই ছিল চিকিৎসকের উপর হামলা চালানো। ঘটনার পর হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version