Sunday, May 4, 2025

সরকারি হাসপাতালে চিকিৎসককে কোপের পর কোপ! চেন্নাইয়ে বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা

Date:

চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গোটা দেশে কতটা সংকটে তার ছবি ধরা পড়ল চেন্নাইয়ের (Chennai) সরকারি হাসপাতালে। রোগীর ছেলের সাতটি ছুরির কোপে আক্রান্ত চিকিৎসককে দ্রুত ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ঘটনায় দ্রুত তৎপরতা দেখায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। আর জি করের ঘটনার পরে গোটা দেশের স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা বিধান নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, তার পর্যবেক্ষণে তৈরি টাস্ক ফোর্সের (NTF) দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া কতটা জরুরি তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল।

চেন্নাইয়ের গুইন্ডিতে (Guindy) কলাইগনার সেন্টেনারি সুপারস্পেশালিটি হাসপাতালের অনকোলজি (Oncology) বিভাগের চিকিৎসক বালাজির উপর চড়াও হয় ভিগনেশ্বরম নামে এক যুবক। অভিযোগ, ওই যুবক আগে ওই হাসপাতালের কর্মী ছিল। তাঁর মায়ের চিকিৎসা করছিলেন চিকিৎসক বালাজি। সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাঁদের বচসা শুরু হতেই ভিগনেশ্বরম বালাজির ঘাড়ে ছুরি দিয়ে পরপর সাতটি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই বিক্ষোভ সামিল হন হাসপাতালের চিকিৎসকরা। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (TNGDA) এই ঘটনার তীব্র নিন্দা করে। সেই সঙ্গে রাজ্যজুড়ে জরুরি পরিষেবা, নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার ছাড়া কর্মবিরতি শুরু করে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীরাও বিক্ষোভে সামিল হয়। নিরাপত্তা সংক্রান্ত তিন দফা দাবি তাঁরা প্রশাসনের কাছে পেশ করে। অন্য়দিকে, অভিযুক্ত ভিগনেশ্বরমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখানেই উঠে আসে হাসপাতালের মধ্যে লুকিয়ে ছুরি এনেছিল ওই যুবক। তার লক্ষ্যই ছিল চিকিৎসকের উপর হামলা চালানো। ঘটনার পর হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version