Tuesday, August 26, 2025

সরকারি হাসপাতালে চিকিৎসককে কোপের পর কোপ! চেন্নাইয়ে বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা

Date:

চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গোটা দেশে কতটা সংকটে তার ছবি ধরা পড়ল চেন্নাইয়ের (Chennai) সরকারি হাসপাতালে। রোগীর ছেলের সাতটি ছুরির কোপে আক্রান্ত চিকিৎসককে দ্রুত ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ঘটনায় দ্রুত তৎপরতা দেখায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। আর জি করের ঘটনার পরে গোটা দেশের স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা বিধান নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, তার পর্যবেক্ষণে তৈরি টাস্ক ফোর্সের (NTF) দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া কতটা জরুরি তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল।

চেন্নাইয়ের গুইন্ডিতে (Guindy) কলাইগনার সেন্টেনারি সুপারস্পেশালিটি হাসপাতালের অনকোলজি (Oncology) বিভাগের চিকিৎসক বালাজির উপর চড়াও হয় ভিগনেশ্বরম নামে এক যুবক। অভিযোগ, ওই যুবক আগে ওই হাসপাতালের কর্মী ছিল। তাঁর মায়ের চিকিৎসা করছিলেন চিকিৎসক বালাজি। সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাঁদের বচসা শুরু হতেই ভিগনেশ্বরম বালাজির ঘাড়ে ছুরি দিয়ে পরপর সাতটি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই বিক্ষোভ সামিল হন হাসপাতালের চিকিৎসকরা। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (TNGDA) এই ঘটনার তীব্র নিন্দা করে। সেই সঙ্গে রাজ্যজুড়ে জরুরি পরিষেবা, নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার ছাড়া কর্মবিরতি শুরু করে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীরাও বিক্ষোভে সামিল হয়। নিরাপত্তা সংক্রান্ত তিন দফা দাবি তাঁরা প্রশাসনের কাছে পেশ করে। অন্য়দিকে, অভিযুক্ত ভিগনেশ্বরমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখানেই উঠে আসে হাসপাতালের মধ্যে লুকিয়ে ছুরি এনেছিল ওই যুবক। তার লক্ষ্যই ছিল চিকিৎসকের উপর হামলা চালানো। ঘটনার পর হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version