Thursday, November 6, 2025

বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি! ধোঁয়াশা ঢাকা রাজধানীতে ব্যাহত বিমান চলাচল

Date:

পাকিস্তানকে টপকে শীর্ষে দিল্লি (New Delhi)। এবার দূষণের মাত্রা ছাড়ালো সব রেকর্ড। বায়ুদূষণের নিরিখে লাহোরকে (Lahore) টপকে এক নম্বরে পৌঁছালো রাজধানী শহর। বুধবারের সকালের দূষণের মাত্র প্রায় চারশো ছুঁয়ে থামল ৩৯২-তে থামল। ঘন ধোঁয়াশায় দিল্লিতে ভোরে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। এর জের সরাসরি গিয়ে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কম দৃশ্যমানতার কারণে বহু বিমানের ওঠানামা বিলম্বিত হয়৷

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এদিন বায়ু দূষণ পরিমাপের জন্য দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে শেষে দাবি জানান যে এদিন দিল্লির সর্বত্র দূষণের মাত্রা ছিল অতি খারাপ স্তরের৷ মঙ্গলবার দিল্লির বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বা বায়ু দূষণের মাত্রা ৩৪০-৩৫০-র আশে পাশে ঘোরাফেরা করছিল৷ বুধবার সকালে তা একলাফে ৩৭০ হয়ে গিয়েছে৷ ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এদিন দূষণের হাল ছিল সব থেকে খারাপ৷ পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা (Noida), গুরুগ্রাম (Gurugram) সহ বিভিন্ন এলাকাতেও ঘন ধোঁয়াশার (smog) চাদর বিছানো ছিল বুধবার সকাল থেকেই৷

আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের (IQAir) লাইভ সমীক্ষা অনুযায়ী, বুধবার দূষণের মাত্র ছিল ৩৯২। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা ১০০-র প্রায় চারগুণ। আগামী দিন কয়েকের মধ্যে বৃষ্টি না হলে দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা৷ বুধবার লাহোরের দূষণের মাত্রাও সেখানে ছিল ৩৮৪। ফলে স্বাভাবিকভাবেই ভোর থেকে ঘন ধোঁয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী। কম দৃশ্যমানতা থাকায় বেশ কিছু বিমান (flight) বাতিল ও ১০টি বিমানের পথ পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬টি বিমানকে জয়পুর এবং একটি বিমানকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়৷ বেশ কিছু বিমান বাতিলও করতে হয়৷ বিমানের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকা যাত্রীরা শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়েন৷

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...
Exit mobile version