Friday, August 22, 2025

বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি! ধোঁয়াশা ঢাকা রাজধানীতে ব্যাহত বিমান চলাচল

Date:

পাকিস্তানকে টপকে শীর্ষে দিল্লি (New Delhi)। এবার দূষণের মাত্রা ছাড়ালো সব রেকর্ড। বায়ুদূষণের নিরিখে লাহোরকে (Lahore) টপকে এক নম্বরে পৌঁছালো রাজধানী শহর। বুধবারের সকালের দূষণের মাত্র প্রায় চারশো ছুঁয়ে থামল ৩৯২-তে থামল। ঘন ধোঁয়াশায় দিল্লিতে ভোরে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। এর জের সরাসরি গিয়ে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কম দৃশ্যমানতার কারণে বহু বিমানের ওঠানামা বিলম্বিত হয়৷

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এদিন বায়ু দূষণ পরিমাপের জন্য দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে শেষে দাবি জানান যে এদিন দিল্লির সর্বত্র দূষণের মাত্রা ছিল অতি খারাপ স্তরের৷ মঙ্গলবার দিল্লির বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বা বায়ু দূষণের মাত্রা ৩৪০-৩৫০-র আশে পাশে ঘোরাফেরা করছিল৷ বুধবার সকালে তা একলাফে ৩৭০ হয়ে গিয়েছে৷ ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এদিন দূষণের হাল ছিল সব থেকে খারাপ৷ পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা (Noida), গুরুগ্রাম (Gurugram) সহ বিভিন্ন এলাকাতেও ঘন ধোঁয়াশার (smog) চাদর বিছানো ছিল বুধবার সকাল থেকেই৷

আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের (IQAir) লাইভ সমীক্ষা অনুযায়ী, বুধবার দূষণের মাত্র ছিল ৩৯২। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা ১০০-র প্রায় চারগুণ। আগামী দিন কয়েকের মধ্যে বৃষ্টি না হলে দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা৷ বুধবার লাহোরের দূষণের মাত্রাও সেখানে ছিল ৩৮৪। ফলে স্বাভাবিকভাবেই ভোর থেকে ঘন ধোঁয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী। কম দৃশ্যমানতা থাকায় বেশ কিছু বিমান (flight) বাতিল ও ১০টি বিমানের পথ পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬টি বিমানকে জয়পুর এবং একটি বিমানকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়৷ বেশ কিছু বিমান বাতিলও করতে হয়৷ বিমানের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকা যাত্রীরা শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়েন৷

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version