Sunday, August 24, 2025

বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি! ধোঁয়াশা ঢাকা রাজধানীতে ব্যাহত বিমান চলাচল

Date:

পাকিস্তানকে টপকে শীর্ষে দিল্লি (New Delhi)। এবার দূষণের মাত্রা ছাড়ালো সব রেকর্ড। বায়ুদূষণের নিরিখে লাহোরকে (Lahore) টপকে এক নম্বরে পৌঁছালো রাজধানী শহর। বুধবারের সকালের দূষণের মাত্র প্রায় চারশো ছুঁয়ে থামল ৩৯২-তে থামল। ঘন ধোঁয়াশায় দিল্লিতে ভোরে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। এর জের সরাসরি গিয়ে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কম দৃশ্যমানতার কারণে বহু বিমানের ওঠানামা বিলম্বিত হয়৷

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এদিন বায়ু দূষণ পরিমাপের জন্য দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে শেষে দাবি জানান যে এদিন দিল্লির সর্বত্র দূষণের মাত্রা ছিল অতি খারাপ স্তরের৷ মঙ্গলবার দিল্লির বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বা বায়ু দূষণের মাত্রা ৩৪০-৩৫০-র আশে পাশে ঘোরাফেরা করছিল৷ বুধবার সকালে তা একলাফে ৩৭০ হয়ে গিয়েছে৷ ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এদিন দূষণের হাল ছিল সব থেকে খারাপ৷ পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা (Noida), গুরুগ্রাম (Gurugram) সহ বিভিন্ন এলাকাতেও ঘন ধোঁয়াশার (smog) চাদর বিছানো ছিল বুধবার সকাল থেকেই৷

আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের (IQAir) লাইভ সমীক্ষা অনুযায়ী, বুধবার দূষণের মাত্র ছিল ৩৯২। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা ১০০-র প্রায় চারগুণ। আগামী দিন কয়েকের মধ্যে বৃষ্টি না হলে দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা৷ বুধবার লাহোরের দূষণের মাত্রাও সেখানে ছিল ৩৮৪। ফলে স্বাভাবিকভাবেই ভোর থেকে ঘন ধোঁয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী। কম দৃশ্যমানতা থাকায় বেশ কিছু বিমান (flight) বাতিল ও ১০টি বিমানের পথ পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬টি বিমানকে জয়পুর এবং একটি বিমানকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়৷ বেশ কিছু বিমান বাতিলও করতে হয়৷ বিমানের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকা যাত্রীরা শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়েন৷

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version