Saturday, July 5, 2025

ভোটে এবারও হার যে স্রেফ সময়ের অপেক্ষা তা বুঝে গিয়েছে বিজেপি। রাজনৈতিকভাবে হেরে গিয়ে বিজেপি তাই খুনের রাজনীতির পথেই হাঁটল। ভাটপাড়ায় (Bhatpara) চায়ের দোকানে গুলি করে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে খুনের ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)।

অর্জুনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick) বলেন, নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলাকালীনই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এতেই প্রমাণিত অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। রাজনীতিতে আর কূল-কিনারা পাচ্ছেন না তিনি। তাই ভাড়াটে গুন্ডা দিয়ে ভোটের দিন নির্মমভাবে খুন করানো হল তৃণমূল নেতাকে। ভোটে নিশ্চিত হার জেনেই শান্ত বারাকপুরকে অশান্ত করার চেষ্টা করছে। খুন, গুলি, বোমাবাজি করে নৈহাটিতে ভয়ের পরিবেশ করে জিততে চাইছে বিজেপি। মানুষ এর যোগ্য জবাব দেবে। যোগ্য জবাব দেবে ভোট বাক্সেই। পার্থ বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশকে আমরা অনুরোধ করেছি, তৃণমূল নেতা খুনে যারা যারা যুক্ত, অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

নৈহাটিতে (Naihati) ভোটগ্রহণের মাঝে ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ (Ashoke Shaw)। এদিন সকালে ভাটপাড়ার পালঘাট রোডের এক চায়ের দোকানে তিনি বসেছিলেন। তাঁকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা পায়ে হেঁটে ধীরে সুস্থে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অশোককে লক্ষ্য করে গুলি করে। তারপর বোমাবাজি করতে করতে তারা পালিয়ে যায়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে ভোটের কোনও যোগ নেই।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version