Sunday, August 24, 2025

রাজধানীতে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নজর কাড়ছে বাংলার শিল্পে মোড়া ‘পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন’

Date:

রাজধানীতে শুরু হয়ে গেল ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দিল্লির (Delhi) ভারত মণ্ডপম-এ আয়োজিত এবারের মেলায় এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন৷ বাংলার শিল্প সংস্কৃতির উপরে ভিত্তি করে তৈরি এবারের পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের (West Bengal Pavilion) আয়তন ৩০৪ বর্গ মিটার৷ এরই মধ্যে রাজ্যের শিল্প সংস্কৃতি, পর্যটন, শিল্প, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর কাজকে সুনিপুণ ভাবে তুলে ধরা হয়েছে৷ বৃহস্পতিবার, বিকেলে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জ্বয়িনী দত্ত৷

ভারত মণ্ডপম-র প্রথম তলে থাকা ‘পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন‘-এ (West Bengal Pavilion) বিশেষ গুরুত্ব পেয়েছে পুজো কার্নিভাল, দার্জিলিং, কন্যাশ্রী এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে সারাদেশের আগ্রহ রয়েছে৷

পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের ভিতরের দেওয়ালে আছে টেরাকোটার মুখোশ। প্যাভিলিয়নের মধ্যে থাকা স্টলগুলির মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তের শিল্প সম্ভার, হাতের কাজের জিনিসকে তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের জন্য৷ রয়েছে বালুচরি শাড়ি, নকসি কাঁথা ও শান্তিনিকেতনের ব্যাগ৷ সঙ্গে থাকছে জিভে জল আনা মালদহের ক্ষীরকদম, রসগোল্লা এবং অবশ্যই দার্জিলিংয়ের মন ভরানো চা৷ আর সুরে-ছন্দে মন মাতানোর জন্য থাকছে লাইভ বাউল গান ও ছৌ নাচ৷

অন্যান্য বারের মতো এবারেও পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই। ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ তার মধ্যে ২৬ নভেম্বর মেলায় মহা ধুমধামে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস৷







Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version