উত্তরের হাওয়া শীতের আমেজের (Winter Season) বার্তা নিয়ে এসেছে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বৃহস্পতিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা আসছে। বৃষ্টি বিদায়ে সপ্তাহান্তে পুরোদস্তুর শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

পুরুলিয়া, শ্রীনিকেতনে ইতিমধ্যেই তাপমাত্রা নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে কমবে রাতের তাপমাত্রা। উইকেন্ডে হাওয়া বদল হবে। কুয়াশায় ঢাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে।কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে শীত পড়তে বাধা তৈরি হবে না। উত্তরের পাহাড়় সংলগ্ন জেলাগুলিতে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
