Thursday, August 21, 2025

বিরোধীদের চপার ঘিরে তল্লাশিতে একের পর এক কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর অভিযোগ ঘোঁচাতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission of India)। মহারাষ্ট্র নির্বাচনের প্রচার চলাকালীন এবার অমিত শাহর (Amit Shah) চপারে তল্লাশি কমিশনের। ঘটা করে তা প্রচারও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। দাবি করলেন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় বিজেপি, কমিশনও সেই পথেই চলে। যেন কমিশনের হয়ে সাফাই দিলেন কেন্দ্রের মন্ত্রী।

শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলিতে (Hingoli) নির্বাচনী প্রচারে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে প্রচারে পৌঁছানোর পরে কমিশনের আধিকারিকরা তাঁর চপারে তল্লাশি চালায়। এরপরই শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বিজেপি স্বচ্ছ নির্বাচনে ও সুস্থ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব নিয়ম পালন করে চলে।”

মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার চলাকালীন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thakeray) চপারে তল্লাশি চালানো হয়। এরপরই সরব হয় বিরোধীরা। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, যেভাবে বিরোধীদের চপারে তল্লাশি চালানো হচ্ছে সেভাবে কী অমিত শাহ বা নরেন্দ্র মোদির চপারেও তল্লাশি হবে? এরপরই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) চপারে তল্লাশি হয়। যদিও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (MAllikarjun Kharge), মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলের (Nana Patole) উপরও তল্লাশি চালানো হয় শেষ পাঁচদিনে। এরপরই শুক্রবার তল্লাশি শাহর চপারে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version