Sunday, November 9, 2025

পরিষেবায় ব্যর্থ রেলের পিএসসি পরীক্ষা-তৎপরতা, চলবে ৪৪ বিশেষ ট্রেন

Date:

প্রয়োজনীয় পরিষেবা দিতে না পারা পূর্ব রেল কেন্দ্র সরকারের পরীক্ষাকে উপলক্ষ্য করে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। পূর্ব রেলের (Eastern Railway) পরিষেবার হাল নিয়ে শুক্রবারও বিক্ষোভ দেখিয়েছেন শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীরা। তবে রেল যে পরিষেবা দিকে সক্ষম তা প্রমাণিত হল পিএসসি (PSC) পরীক্ষার জন্য ৪৪টি অতিরিক্ত ট্রেন (special train) চালানোর ঘোষণার মধ্যে দিয়েই। অথচ শুধুমাত্র মশাগ্রাম থেকে বাঁকুড়া রেললাইন সংযোগ করার কাজের জন্য উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বহু ট্রেন সহ মোট ২০০ টি ট্রেন বাতিল করা হয়েছে।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শনি ও রবিবার বিশেষ ট্রেন চালানো হবে। ৪৪ স্পেশাল ট্রেন চালান সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনি ও রবিবার পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে চলবে ৪৪ স্পেশাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৭.৫০ মিনিটে হাওড়া-মেমারি রুটে আপ লাইনে প্রথম ট্রেনটি ছাড়বে এবং শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০ মিনিটে। মেমারি থেকে সকাল ৫.১৫ মিনিটে প্রথম ও ৩.৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। একই সময়ে ওই দিন ব্যান্ডেল-মেমারি-হাওড়া রুটে আপ ও ডাউন লাইনে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version