Sunday, August 24, 2025

ফরেন আইপি দিয়ে জালিয়াতি! সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর আগে বাড়তি সতর্কতা নবান্নের

Date:

ফরেন আইপি (Foreign IP address) ব্যবহার করে পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতি করা হয়েছে, তদন্তে নেমে প্রাথমিক অনুমান কলকাতা পুলিশের (Kolkata Police)। এর জেরে এবার সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে চলেছে নবান্ন (Nabanna)। অ্যাকাউন্টের তথ্য এবং নাম যাচাই করে তবেই কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তরুণের স্বপ্নের মতো একাধিক সামাজিক প্রকল্পের টাকা পাঠাবেন রাজ্য। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে এই সংক্রান্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাবের টাকা গায়েবের ক্ষেত্রে এপিসেন্টার চোপড়া। সিট (SIT)গঠন করে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একটা আর একটার সঙ্গে একতারে বাঁধা। সাইবার জালিয়াতরা ‘বাংলার শিক্ষা’ পোর্টালে ‘অ্যাকসেস’ নিয়ে নিজেদের লোকজনদের নম্বর ঢুকিয়ে দিয়েছিল। সেই অ্যাকাউন্টগুলিতেই এসেছে টাকা। গত কয়েক দিনে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে জালিয়াতদের ধরেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মূল সার্ভারে তথ্য বদলাতে ফরেন আইপি ব্যবহার করা হয়েছে। এই খবর সামনে আসতেই কড়া সিদ্ধান্ত নবান্নের। এবার থেকে সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর আগে ট্রেজারির বিষয়ে নিশ্চিত হতে হবে অর্থ দফতরকে। যাঁর অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, তাঁর নাম ও অ্যাকাউন্ট নাম্বার ডাবল চেক করতে হবে ব্যাঙ্ককে। লক্ষ্মীর ভান্ডার মডেল অনুসরণের ভাবনা চিন্তাও চলছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version