Thursday, November 13, 2025

প্রচারে বাধা! ‘প্রোটোকল’ দেখিয়ে রাহুলের চপার ওড়ায় জটিলতা ঝাড়খণ্ডে

Date:

ঝাড়খণ্ড নির্বাচনে যেন তেন প্রকারে জোটের জয় আটকাতে মরিয়া বিজেপি সরকার। কখনও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) চপার আটকে, কখনও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) চপার ওড়ার অনুমতি না দিয়ে প্রচারে বাধা দেওয়ার চেষ্টায় সচেষ্ট মোদি সরকার। শুক্রবার প্রধানমন্ত্রীর সভার অজুহাতে প্রায় এক ঘণ্টা চপারে (chopper) বসিয়ে রাখা হল বিরোধী দলনেতাকে। কংগ্রেসের দাবি, তাঁদের শাসনকালে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কখনও বিরোধীদের এই হয়রানির শিকার হতে হয়নি।

শুক্রবার ঝাড়খণ্ডের গোড্ডায় (Godda) জনসভা করেন রাহুল গান্ধী। সেখান থেকে বেলা ১.১৫ মিনিটে দেওঘরের বালবাড্ডায় তাঁর চপার সভার উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলে বাধ সাধে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)। জানানো হয় দেওঘরে (Deoghar) প্রধানমন্ত্রীর হেলিকপ্টার থাকায় প্রোটোকল অনুসারে সেখানে নো ফ্লাই জোন রয়েছে। ফলে অনুমতি দেওয়া হয়নি রাহুলের চপার ওড়ার।

প্রায় ৪৫ মিনিট চপারেই বসে অপেক্ষা করেন রাহুল। এরপর এটিসির (ATC) অনুমতি পেলে চপার উড়তে পারে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে নো ফ্লাই জোনের (No fly zone) অজুহাতে আটকে দেওয়া হয় রাহুলের চপার যাতে অন্য সভায় যেতে তাঁর দেরি হয় ও কিছু পরিকল্পনা বাতিল করা হয়। আগে থেকে অনুমতি থাকা সত্ত্বেও প্রচারের কাজে এভাবে পরিকল্পনামাফির বাধার প্রতিবাদে নির্বাচন কমিশনকে (Election Commission of India) লিখিত অভিযোগ জানানো হয় কংগ্রেসের তরফে।

একইভাবে বৃহস্পতিবার ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উড়ান বাতিল করে এটিসি (ATC)। প্রতিবাদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হস্তক্ষেপ দাবি করেন তিনি। এর আগে প্রথম দফা নির্বাচনের প্রচারের শেষদিন তাঁর স্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) প্রার্থী কল্পনা সোরেনের উড়ানও আটকায় কমিশন। তিনি চপারে বসে ভার্চুয়াল সভা করেন। লোকসভা নির্বাচনের সময় থেকে বিরোধীদের প্রচার আটকাতে উড়ান আটকে সচেষ্ট ছিল কেন্দ্রের মোদি সরকার। একই পন্থা বিরোধী শাসিত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও জারি রাখার অভিযোগ বিরোধীদের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version