Friday, August 22, 2025

বীরভূমে একসঙ্গে কাজ করতে হবে: অনুব্রতকে নিয়ে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত কাজলদের

Date:

অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে সংগঠন পরিচালনা করতে কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেল থেকে ফিরে আসার পরে শনিবার সেই কোর কমিটির বৈঠকে প্রথম যোগ দিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন কাজল শেখ-সহ বাকি ৬ সদস্যই। সেখানে সবাইকে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন।

শনিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়। ছিলেন বীরভূম জেলা তৃণমূল অনুব্রত মণ্ডল-সহ বাকি ৬ কোর কমিটির সদস্যরা। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এদিনের বৈঠকে সংগঠন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলায় কীভাবে তৃণমূল কংগ্রেস সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাবে সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেক মাসে তিনটি মহকুমাতে কোর কমিটির বৈঠক হবে। আগামী মাসের ১৫ তারিখ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় কোর কমিটির বৈঠক আয়োজিত হবে।

তবে গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে অনুব্রত-কাজলের ঠান্ডা লড়াই নিয়ে যে চর্চা চলছিল তা সম্পূর্ণ নস্যাৎকরে দিয়েছেন বিকাশ। বলেন, “ওঁদের মধ্যে কোনও দ্বন্দ্ব ছিল না। যে প্রচার করা হচ্ছিল, তার আজকে যবনিকা পতন হল। আমরা সকলে একসঙ্গেই কাজ করব। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।“ তাঁর কথায়, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটি কাজ করবে। ধান কাটার মরসুম শেষ হয়ে গেলেই ব্লকে ব্লকে বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে।

বৈঠক শেষেকোর কমিটির অন্যতম সদস্য এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, “কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা, কোথাও কোনও দ্বন্দ্ব নেই, একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে চলব”।

আরও পড়ুন- পাশে আছে দল: কাউন্সিলর সুশান্তকে ফোন করে আশ্বাস তৃণমূল সভানেত্রীর

আর যাঁকে ঘিরে যাবতীয় চর্চা সাংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া না দিলেও কোর কমিটি বৈঠকে তিনি বলেন, “তোরা ৬ জন ছিলি, আমায় নিয়ে ৭ জন হল। নীচুতলায় কাজ করা বেশি প্রয়োজন। তোদের সঙ্গে মিলে দলের উপরমহল যে রকম সিদ্ধান্ত নেবে সেই রকম কাজ করব”। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version