Thursday, November 13, 2025

বীরভূমে একসঙ্গে কাজ করতে হবে: অনুব্রতকে নিয়ে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত কাজলদের

Date:

অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে সংগঠন পরিচালনা করতে কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেল থেকে ফিরে আসার পরে শনিবার সেই কোর কমিটির বৈঠকে প্রথম যোগ দিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন কাজল শেখ-সহ বাকি ৬ সদস্যই। সেখানে সবাইকে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন।

শনিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়। ছিলেন বীরভূম জেলা তৃণমূল অনুব্রত মণ্ডল-সহ বাকি ৬ কোর কমিটির সদস্যরা। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এদিনের বৈঠকে সংগঠন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলায় কীভাবে তৃণমূল কংগ্রেস সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাবে সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেক মাসে তিনটি মহকুমাতে কোর কমিটির বৈঠক হবে। আগামী মাসের ১৫ তারিখ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় কোর কমিটির বৈঠক আয়োজিত হবে।

তবে গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে অনুব্রত-কাজলের ঠান্ডা লড়াই নিয়ে যে চর্চা চলছিল তা সম্পূর্ণ নস্যাৎকরে দিয়েছেন বিকাশ। বলেন, “ওঁদের মধ্যে কোনও দ্বন্দ্ব ছিল না। যে প্রচার করা হচ্ছিল, তার আজকে যবনিকা পতন হল। আমরা সকলে একসঙ্গেই কাজ করব। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।“ তাঁর কথায়, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটি কাজ করবে। ধান কাটার মরসুম শেষ হয়ে গেলেই ব্লকে ব্লকে বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে।

বৈঠক শেষেকোর কমিটির অন্যতম সদস্য এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, “কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা, কোথাও কোনও দ্বন্দ্ব নেই, একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে চলব”।

আরও পড়ুন- পাশে আছে দল: কাউন্সিলর সুশান্তকে ফোন করে আশ্বাস তৃণমূল সভানেত্রীর

আর যাঁকে ঘিরে যাবতীয় চর্চা সাংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া না দিলেও কোর কমিটি বৈঠকে তিনি বলেন, “তোরা ৬ জন ছিলি, আমায় নিয়ে ৭ জন হল। নীচুতলায় কাজ করা বেশি প্রয়োজন। তোদের সঙ্গে মিলে দলের উপরমহল যে রকম সিদ্ধান্ত নেবে সেই রকম কাজ করব”। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version