দিল্লিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আহত বিশিষ্ট পালমোনোলজিস্ট ডঃ রাজা ধর। ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক তিনি। বর্তমানে ফর্টিস, নয়ডা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আজ শনিবার তাঁর অস্ত্রোপচার হচ্ছে মেরুদণ্ডে।

জানা গিয়েছে, দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এই বিশিষ্ট চিকিৎসক। গাড়ি চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালাতে চালাতে। সেই সময় গাড়িটি হাইওয়েতে একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর আহত হন তিনি। মেরুদণ্ড এবং মাথার বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাঁর। তবে মস্তিষ্কে কোনও আঘাত নেই বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, প্রথমেই তাঁকে মথুরার এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। আজ তাঁর অস্ত্রোপচার হচ্ছে।
আরও পড়ুন- ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের
