Wednesday, August 20, 2025

ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের

Date:

Share post:

অবশেষে ঘোষণা। তিন থেকে যে চার জন হয়েছেন সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার সকালেই জানা যায়, দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। যদিও তা নিয়ে কোন সরকারী ঘোষণা করেননি তিনি। শনিবার বিকেলে রোহিত সোশ্যাল মিডিয়ায় দেন বার্তা। জানান তিন থেকে চার হয়েছেন তাঁরা।

এদিকে রোহিতের দ্বিতীয় সন্তানের খবরের পর, ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ বার্তা দিয়েছেন দুরন্ত ইনিংস খেলা তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। যেই ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্য বলেন, “ আমাদের এবার ছোট প্যাড, আর্ম গার্ড, ব্যাট নিয়ে তৈরি থাকতে হবে। ছোট্ট একজন চলে এসেছে।’’ এরপর সঞ্জু ভিডিও বার্তায় বলেছেন, ‘‘বড় ভাই এবং তাঁর পরিবারের জন্য দারুণ খুশির খবর। আমরাও খুব খুশি হয়েছি।“ তিলক বর্মা ভিডিও বার্তা পাঠিয়েছেন রোহিতকে। তিনি বলেন, ‘‘রোহিত ভাই ভীষণ খুশি হয়েছি। এই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এক বা দু’দিন পর ঘটনাটা ঘটলে আমরা আপনার পাশেই থাকতাম। দ্রুত ফেরার চেষ্টা করছি।“

বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া যাননি তিনি। স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে যানা যাচ্ছে। ২০১৫ তে ঋতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বাবা হন রোহিত। প্রথম সন্তান তাদের মেয়ে । সামাইরা শর্মা । ছ’বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮৩ রান করতেই, একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে


spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...