Sunday, November 9, 2025

ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের

Date:

অবশেষে ঘোষণা। তিন থেকে যে চার জন হয়েছেন সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার সকালেই জানা যায়, দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। যদিও তা নিয়ে কোন সরকারী ঘোষণা করেননি তিনি। শনিবার বিকেলে রোহিত সোশ্যাল মিডিয়ায় দেন বার্তা। জানান তিন থেকে চার হয়েছেন তাঁরা।

এদিকে রোহিতের দ্বিতীয় সন্তানের খবরের পর, ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ বার্তা দিয়েছেন দুরন্ত ইনিংস খেলা তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। যেই ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্য বলেন, “ আমাদের এবার ছোট প্যাড, আর্ম গার্ড, ব্যাট নিয়ে তৈরি থাকতে হবে। ছোট্ট একজন চলে এসেছে।’’ এরপর সঞ্জু ভিডিও বার্তায় বলেছেন, ‘‘বড় ভাই এবং তাঁর পরিবারের জন্য দারুণ খুশির খবর। আমরাও খুব খুশি হয়েছি।“ তিলক বর্মা ভিডিও বার্তা পাঠিয়েছেন রোহিতকে। তিনি বলেন, ‘‘রোহিত ভাই ভীষণ খুশি হয়েছি। এই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এক বা দু’দিন পর ঘটনাটা ঘটলে আমরা আপনার পাশেই থাকতাম। দ্রুত ফেরার চেষ্টা করছি।“

বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া যাননি তিনি। স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে যানা যাচ্ছে। ২০১৫ তে ঋতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বাবা হন রোহিত। প্রথম সন্তান তাদের মেয়ে । সামাইরা শর্মা । ছ’বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮৩ রান করতেই, একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version