Thursday, August 21, 2025

ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের

Date:

অবশেষে ঘোষণা। তিন থেকে যে চার জন হয়েছেন সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার সকালেই জানা যায়, দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। যদিও তা নিয়ে কোন সরকারী ঘোষণা করেননি তিনি। শনিবার বিকেলে রোহিত সোশ্যাল মিডিয়ায় দেন বার্তা। জানান তিন থেকে চার হয়েছেন তাঁরা।

এদিকে রোহিতের দ্বিতীয় সন্তানের খবরের পর, ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ বার্তা দিয়েছেন দুরন্ত ইনিংস খেলা তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। যেই ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্য বলেন, “ আমাদের এবার ছোট প্যাড, আর্ম গার্ড, ব্যাট নিয়ে তৈরি থাকতে হবে। ছোট্ট একজন চলে এসেছে।’’ এরপর সঞ্জু ভিডিও বার্তায় বলেছেন, ‘‘বড় ভাই এবং তাঁর পরিবারের জন্য দারুণ খুশির খবর। আমরাও খুব খুশি হয়েছি।“ তিলক বর্মা ভিডিও বার্তা পাঠিয়েছেন রোহিতকে। তিনি বলেন, ‘‘রোহিত ভাই ভীষণ খুশি হয়েছি। এই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এক বা দু’দিন পর ঘটনাটা ঘটলে আমরা আপনার পাশেই থাকতাম। দ্রুত ফেরার চেষ্টা করছি।“

বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া যাননি তিনি। স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে যানা যাচ্ছে। ২০১৫ তে ঋতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বাবা হন রোহিত। প্রথম সন্তান তাদের মেয়ে । সামাইরা শর্মা । ছ’বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮৩ রান করতেই, একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version