Thursday, August 21, 2025

বয়সের ভারে হইয়ত ম্যাচ জিততে পারলেন না, তবে এদিন তিনি এলেন রিং-এ নামলেন, মন জিতলেন। যার কথা বলা হচ্ছে তিনি হলেন লৌহমানব সর্বকালের সেরা বক্সার মাইক টাইসন। এদিন রিং নেমেছিলেন ৫৮ বছরের টাইসন। তবে ২৭ বছর বয়সী জেক পলের কাছে জিততে পারলেন না তিনি। আট রাউন্ডের লড়াইয়ে হার মানেন সর্বকালের সেরা বক্সার।

 

শনিবার সকালে ছিল টাইসন বনাম পলের লড়াই। এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কারণ রিং-এ নামছেন লৌহমানব। আসলেন কিন্তু বয়সের ভারে জয়ের মুখ দেখতে পেলেন না। সারা জীবনে যে বক্সার মাত্র ৬টি ম্যাচ হেরেছিলেন, সেই টাইসন হারলেন পলের বিরুদ্ধে। ১৬ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফলাফল ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্ট। ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে যান টাইসন। ম্যাচ শেষে জড়িয়ে ধরলেন পলকে। যেই পলকে গতকালই চড় মেরেছিলেন তিনি। যা নিমিশে ভাইরাল হয়ে যায়।

বরাবরি বিতর্কে থাকেন টাইসন। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন। ১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। এ বার তালিকায় এবার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।

আরও পড়ুন- ফের বাবা হলেন রোহিত, সূত্রের খবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version