Thursday, August 21, 2025

ভূমিহীনদের জন্য ২ কাঠা করে জমি! মানবিক মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তে খুশি উপভোক্তারা

Date:

রাজ্যের মা-মাটি-মানুষের সরকার যে সর্বদা মানুষের জন্য চিন্তা করে, তা ফের একবার স্পষ্ট হল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিদ্ধান্তে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার পরও আবাস যোজনায় (Awas Yojana) একক প্রচেষ্টায় বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এবার তৃণমূল সরকার সিদ্ধান্ত নিল ভূমিহীন আবাস যোজনার উপভোক্তাদের জমি (land) দান করার। সেই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি।

রাজ্যে আবাস যোজনা (Awas Yojana) উপভোক্তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই। জায়গার অভাবে তাঁরা বাড়ি করতে পারছেন না। তাঁদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। রাজ্য এবার ভূমিহীনদের জমি দেবে, আবার সেই জমিতে বাড়িও তৈরি করে দেবে।
সম্প্রতি নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, একজন উপভোক্তাকে সর্বাধিক দুই কাঠা করে জমি দেওয়া হবে। আবাস যোজনায় উপভোক্তাদের টাকা দেওয়ার পাশাপাশি, ভূমিহীনদের ভূমিদানের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিগত আড়াই বছর ধরে কেন্দ্রের বঞ্চনা শিকার বাংলা। মোদি সরকার বাংলাকে বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার নিজেই সাধারণ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

আসন্ন ডিসেম্বরের মধ্যেই ১১ লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষা। স্বচ্ছতা মেনেই তালিকা প্রস্তুত করে শুরু হবে প্রথম কিস্তির টাকা প্রদানের কাজ। আবাস যোজনার এই কাজের তদারকিতেই সামনে আসে, অনেকেই জায়গার অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের কোনও জমি নেই, তাদের দু’কাঠা করে জমি দেওয়া হবে। যাঁদের জমি নেই এমন উপভোক্তাদের নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য জেলাশাসক ও ডিএলআরও-দের (DLRO) কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, খাস জমিতে সরকার তাঁদের বাড়ি তৈরি করে দেবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version