কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত অ্যাসিড কারখানা। পরিস্থিতি এমনই যে ধ্বংসস্তূপ চাপা পড়ে দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়িয়েছে এন্টালি থানা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং পুরসভার টিম। পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম।
এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডের ওই কারখানাটি বহু পুরনো। বহু বছর ধরে তালাবন্ধ অবস্থায় কারখানাটি। দুই নিরাপত্তারক্ষী দেখভালের দায়িত্বে। অন্যান্য দিনের মতোই রবিবার রাতেও তারাই ছিলেন। সাড়ে আটটা নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান এক নিরাপত্তারক্ষী। ছুটে গিয়ে দেখেন হুড়মুড়িয়ে ভাঙছে কারখানার একাংশ। তিনি চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে।
9.
10.
11.