Thursday, August 21, 2025

বারবার বিহারের পেশাদার শুটার! পুলিশকে ইন্দ্রিয় তীক্ষ্ণ করার বার্তা কুণালের

Date:

কলকাতা পুলিশের জেরায় আগেই উঠে এসেছে কলকাতা পুরসভার কাউন্সিলর (councilor) প্রথমবার নয়, আগেও দুবার ইকবাল ওরফে গুলজারের নিশানায় ছিলেন। আর বারবারই সেখানে দেখা গিয়েছে বিহার (Bihar) যোগ। কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের প্রশংসা করলেও তাঁদেরই ভুলে রাজ্যে অস্ত্রের প্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে গুলজার। গুলজারকে জেরায় উঠে আসে এবছরের জুলাই মাল থেকে পরপর তিনবার সুশান্ত খুনের ছক কষেছিল সে। তার জন্য বারবার যোগাযোগ করা হয় বিহারের পেশাদার শুটারদের সঙ্গে। কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী গ্যাঙের (Pappu Chowdhury gang) সঙ্গে যোগাযোগ করা হয়।

জুলাই মাসে শুটার এলেও সুশান্তর রাজনৈতিক পরিচয় পাওয়ার পর তারা খুন করতে রাজি হয়নি। পুজোর পরে বিসর্জনের সময় ফের সেই গ্যাঙের সদস্যরা শহরে সুশান্তকে (Sushanta Ghosh) খুন করতে নিয়োগ পেলেও পুজোর ভিড়ের কারণে তারা ফের পিছিয়ে যায়। কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে, যে দুজনকে খুনের চেষ্টার অভিযোগে ধরা হয়েছে তাদের পুরোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিহার পুলিশের খাতায় তারা অভিযুক্ত।

তবে বারবার রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতীরা এসে অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় পুলিশকে আরও তৎপর হওয়ার বার্তা কুণাল ঘোষের। তিনি বলেন, কলকাতা পুলিশ, “রাজ্য পুলিশ নিঃসন্দেহে ভালো কাজ করছে। বহু জায়গায় আগাম অস্ত্র উদ্ধার করছে। কিন্তু অন্য রাজ্য থেকে একটা বড় চক্রান্ত চলছে, অন্য রাজ্য থেকে এখানে এসে অস্ত্রের ব্যবহার চলছে। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে, তখন পুলিশকে ইন্দ্রিয়গুলো আরও তীব্রতর, তীক্ষ্ণতর করার দাবি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের উচিত এগুলো ঠেকাতে যা যা করা দরকার করা উচিত।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version