Saturday, November 8, 2025

বারবার বিহারের পেশাদার শুটার! পুলিশকে ইন্দ্রিয় তীক্ষ্ণ করার বার্তা কুণালের

Date:

কলকাতা পুলিশের জেরায় আগেই উঠে এসেছে কলকাতা পুরসভার কাউন্সিলর (councilor) প্রথমবার নয়, আগেও দুবার ইকবাল ওরফে গুলজারের নিশানায় ছিলেন। আর বারবারই সেখানে দেখা গিয়েছে বিহার (Bihar) যোগ। কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের প্রশংসা করলেও তাঁদেরই ভুলে রাজ্যে অস্ত্রের প্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে গুলজার। গুলজারকে জেরায় উঠে আসে এবছরের জুলাই মাল থেকে পরপর তিনবার সুশান্ত খুনের ছক কষেছিল সে। তার জন্য বারবার যোগাযোগ করা হয় বিহারের পেশাদার শুটারদের সঙ্গে। কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী গ্যাঙের (Pappu Chowdhury gang) সঙ্গে যোগাযোগ করা হয়।

জুলাই মাসে শুটার এলেও সুশান্তর রাজনৈতিক পরিচয় পাওয়ার পর তারা খুন করতে রাজি হয়নি। পুজোর পরে বিসর্জনের সময় ফের সেই গ্যাঙের সদস্যরা শহরে সুশান্তকে (Sushanta Ghosh) খুন করতে নিয়োগ পেলেও পুজোর ভিড়ের কারণে তারা ফের পিছিয়ে যায়। কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে, যে দুজনকে খুনের চেষ্টার অভিযোগে ধরা হয়েছে তাদের পুরোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিহার পুলিশের খাতায় তারা অভিযুক্ত।

তবে বারবার রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতীরা এসে অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় পুলিশকে আরও তৎপর হওয়ার বার্তা কুণাল ঘোষের। তিনি বলেন, কলকাতা পুলিশ, “রাজ্য পুলিশ নিঃসন্দেহে ভালো কাজ করছে। বহু জায়গায় আগাম অস্ত্র উদ্ধার করছে। কিন্তু অন্য রাজ্য থেকে একটা বড় চক্রান্ত চলছে, অন্য রাজ্য থেকে এখানে এসে অস্ত্রের ব্যবহার চলছে। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে, তখন পুলিশকে ইন্দ্রিয়গুলো আরও তীব্রতর, তীক্ষ্ণতর করার দাবি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের উচিত এগুলো ঠেকাতে যা যা করা দরকার করা উচিত।”

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version