Sunday, May 4, 2025

জঙ্গলমহলে পর্যটনে প্রসার: মেগা বৈঠকে আদিবাসী এলাকায় আরও হোম-স্টে তৈরিতে উৎসাহ মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে হোম-স্টে প্রচার ও প্রসার ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আমলেই উত্তরে বিপুল জনপ্রিয় হয়েছে হোম স্টে। এবার জঙ্গলমহল-সহ রাজ্যের আদিবাসী-অধ্যুষিত এলাকায় পর্যটনের উন্নয়নে আরও বেশি করে ঝাঁপাতে চলেছে রাজ্য। সোমবার আদিবাসীর জনজাতিগোষ্ঠীর উন্নয়ন-সহ তাদের জন্য তৈরি-করা বিভিন্ন প্রকল্প ও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই মুহূর্তে আদিবাসীদের (Tribal) জন্য যে-সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি সম্পর্কে বিশদে খোঁজখবর নেন। আরও বেশ কিছু প্রকল্প তাদের জন্য আনা যায় কি না সে-বিষয়েও বিশদে আলোচনা হয়েছে। সেখানেই জঙ্গলমহল এলাকায় আরও বেশি করে হোম স্টে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফে বেশ কিছু নতুন প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের (State Governor) সহায়তায় আগামী দিনে জঙ্গলমহল-সহ আদিবাসী অঞ্চলগুলিতে পর্যটনকে আরও সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না তার প্রাথমিক রূপরেখা ও খসড়া তৈরি করবে রাজ্য সরকার।

রাজ্যের ৪ মন্ত্রী আদিবাসী নেতা ও মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুলুচিক বড়াইককে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন। একই সঙ্গে তাঁদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে যাতে তাঁরাই সেগুলি ঠিকঠাকভাবে পান তা নিশ্চিত করবেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আদিবাসীদের জঙ্গলের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত কোনও সমস্যা বা জমির পাট্টা নিয়ে কোনও সমস্যা থাকলে তাও বিস্তারিত শুনবেন। প্রয়োজনে তার সমাধান করবেন। এদিনের বৈঠকে আসা একাধিক প্রস্তাব নিয়ে বিস্তারিত ফিল্ড ওয়ার্ক হবে। সব মিলিয়ে ফের একবার রাজ্যের আদিবাসী অঞ্চলগুলিকে কেন্দ্র করে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। প্রয়োজনে ফের হবে বৈঠক।








Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version