Wednesday, August 20, 2025

জঙ্গলমহলে পর্যটনে প্রসার: মেগা বৈঠকে আদিবাসী এলাকায় আরও হোম-স্টে তৈরিতে উৎসাহ মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে হোম-স্টে প্রচার ও প্রসার ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আমলেই উত্তরে বিপুল জনপ্রিয় হয়েছে হোম স্টে। এবার জঙ্গলমহল-সহ রাজ্যের আদিবাসী-অধ্যুষিত এলাকায় পর্যটনের উন্নয়নে আরও বেশি করে ঝাঁপাতে চলেছে রাজ্য। সোমবার আদিবাসীর জনজাতিগোষ্ঠীর উন্নয়ন-সহ তাদের জন্য তৈরি-করা বিভিন্ন প্রকল্প ও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই মুহূর্তে আদিবাসীদের (Tribal) জন্য যে-সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি সম্পর্কে বিশদে খোঁজখবর নেন। আরও বেশ কিছু প্রকল্প তাদের জন্য আনা যায় কি না সে-বিষয়েও বিশদে আলোচনা হয়েছে। সেখানেই জঙ্গলমহল এলাকায় আরও বেশি করে হোম স্টে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফে বেশ কিছু নতুন প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের (State Governor) সহায়তায় আগামী দিনে জঙ্গলমহল-সহ আদিবাসী অঞ্চলগুলিতে পর্যটনকে আরও সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না তার প্রাথমিক রূপরেখা ও খসড়া তৈরি করবে রাজ্য সরকার।

রাজ্যের ৪ মন্ত্রী আদিবাসী নেতা ও মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুলুচিক বড়াইককে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন। একই সঙ্গে তাঁদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে যাতে তাঁরাই সেগুলি ঠিকঠাকভাবে পান তা নিশ্চিত করবেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আদিবাসীদের জঙ্গলের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত কোনও সমস্যা বা জমির পাট্টা নিয়ে কোনও সমস্যা থাকলে তাও বিস্তারিত শুনবেন। প্রয়োজনে তার সমাধান করবেন। এদিনের বৈঠকে আসা একাধিক প্রস্তাব নিয়ে বিস্তারিত ফিল্ড ওয়ার্ক হবে। সব মিলিয়ে ফের একবার রাজ্যের আদিবাসী অঞ্চলগুলিকে কেন্দ্র করে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। প্রয়োজনে ফের হবে বৈঠক।








Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version