Wednesday, November 5, 2025

দিল্লি চলো! ফের ডিসেম্বরের শুরুতেই রাজধানী যাওয়ার ডাক কৃষকদের

Date:

কৃষকদের দুটি সংগঠনের (farmers organisation) ডাকে ফের দিল্লির দরবারে ধর্না, অবস্থানে বসার ঘোষণা কৃষক নেতাদের। ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসে থাকা কৃষকদের দিকে ফিরেও তাকায়নি কেন্দ্রের বিজেপি সরকার। এবার ফের শাসকের কানে কথা ঢোকানোর জন্য দিল্লি চলো আওয়াজ তুললেন কৃষকরা। যদিও তার আগে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন তাঁরা।

দেশের উত্তর-পূর্বে মনিপুর জ্বলছে। মোদির নিজের রাজ্যে ব়্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার। রাজধানী ঢেকেছে দূষণের ধোঁয়াশায়। অথচ প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত। সেই কেন্দ্রের সরকার দেশের কৃষকদের অবহেলা করবে সেটাই যেন দস্তুর। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে দিল্লির শম্ভু (Shambhu) ও কনৌরি (Kanauri) সীমান্তে অবস্থানে রয়েছেন কৃষকরা। কিন্তু কেন্দ্রের তরফে নীরবতা এমন যেন তাঁরা জানেন না কৃষক অবস্থানের কথা। এবার কেন্দ্রের কানে কথা পৌঁছে দিতে কৃষকরাই পৌঁছে যাবেন রাজধানীতে।

দুই কৃষক সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয় ফসলের এমএসপি (MSP), কৃষকদের ঋণমকুব সহ একাধিক পুরোনো দাবি নিয়েই তাঁরা লড়াই চালাবেন। কৃষক নেতা সর্দার জগজিৎ সিং দাল্লেওয়াল অনির্দিষ্টকালের জন্য অনশন (indefinite hunger strike) শুরু করবেন ২৬ নভেম্বর থেকে। দাল্লেওয়াল ইতিমধ্যেই ক্যান্সার আক্রান্ত। তবু ফেব্রুয়ারি থেকে কানৌরি সীমান্তে অবস্থান চলার দরুণ যে ৩০ কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদের কথা ভেবেই তিনি অনশনে বসবেন। দশদিনের মধ্যে কেন্দ্রের সরকার কথা না শুনলে তাঁরা রওনা দেবেন দিল্লির পথে (March o Delhi)।

এবারের দিল্লি অভিযানে শম্ভু সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করবেন তাঁরা। দিল্লির রামলীলা ময়দান (Ramlila Maidan) বা যন্তর মন্তর (Jantar Mantar), যে কোনও জায়গায় বিক্ষোভ দেখানোর অনুমতি চেয়েছেন কৃষকরা। তবে এবারে তাঁরা কেন্দ্রের স্বৈরাচারি সরকারকে চ্যালেঞ্জ করে পায়ে হেঁটে দিল্লি যাবেন বলে জানান।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version