Saturday, May 3, 2025

রবিবার ঘটা করে দল ছেড়েছিলেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গেহলট (Kailash Gahlot)। তখনই আপের (AAP) পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল গেহলট যোগ দিতে পারেন বিজেপিতে। সোমবার সেই আশঙ্কাই সত্যি হল। ঘটা করে বিজেপিতে যোগ প্রাক্তন আপ মন্ত্রীর। আপের দাবি, বিজেপির ওয়াশিং মেশিন (BJP washing machine) থিয়োরি জারি হয়েছে দিল্লি নির্বাচনের আগে। যদিও রাজনীতিকদের দাবি, দফতর হাতছাড়া হওয়া কৈলাশের বিজেপি যোগের বড় কারণ।

কেজরিওয়াল সরকারের স্বরাষ্ট্র ও আইন দফতরের মন্ত্রী ছিলেন কৈলাশ গেহলট। পাশাপাশি পরিবহন, তথ্য প্রযুক্তি দফতরও সামলেছেন তিনি। কেজরিওয়াল ও মনীশ শিশোদিয়া (Manish Sisodia) জেলে যাওয়ার পরে মনীশ শিশোদিয়ার দফতরগুলি ভাগ করে দেওয়া হয় বর্তমান মুখ্যমন্ত্রী অতিশি (Atishi) ও সৌরভ ভরদ্বাজের (Saurabh Bhardwaj) মধ্যে। পরবর্তীকালে আইন দফতরও দেওয়া হয় অতিশি মারেলনাকে (Atishi)। এরপরই আপের সঙ্গে গেহলটের দূরত্ব বাড়তে শুরু হয় বলে আশঙ্কা রাজনীতিকদের, যা প্রকাশ্যে আসে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের ইস্যুতে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার (LG V K Saxena) মধ্যস্থতায় শেষ পর্যন্ত পতাকা তোলেন গেহলট।

রবিবার ইস্তফাপত্রে গেহলট উল্লেখ করেছেন আপের ভ্রান্ত নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। এই বিবৃতির পরে অবশ্য আপের (AAP) পক্ষ থেকে সঞ্জয় সিং দাবি করেছেন বিজেপির শেখানো বুলি আওড়েছেন গেহলট। তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সি গেহলটের পিছনে লাগিয়ে দিয়ে ভয় দেখানোর রাজনীতি জারি রেখেছে বিজেপি। তার জেরেই দিল্লি নির্বাচনের আগে দলত্যাগ গেহলটের, দাবি সঞ্জয়ের।

Related articles

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...
Exit mobile version