Saturday, December 13, 2025

উত্তরবঙ্গ মেডিক্যাল: থ্রেট কালচারের অজুহাতে পড়ুয়াদের সাসপেন্ড-পরীক্ষায় নিষেধাজ্ঞা খারিজ হাই কোর্টে

Date:

Share post:

থ্রেট কালচারর অজুহাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) ৫ পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। এমনকী তাঁদের পরীক্ষাতেও বসতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) এই নির্দেশ খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta) সাসপেনশনের সিদ্ধান্ত খারিজ করে জানান, বুধবার থেকেই ক্লাস করতে পারবেন ওই ৫ পড়ুয়া। তাঁরা পরীক্ষাতেও বসতে পারবেন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical College) ৫ পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। এমনকী তাঁদের পরীক্ষার বসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করে সাসপেন্ড হওয়া পড়ুয়ারা। এদিন, এই পড়ুয়াদের হয়ে হাই কোর্টে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আদালতে কল্যাণ বলেন, “পড়ুয়াদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই। এটা করতে পারে অ্যাকাডেমিক কাউন্সিল।” পাল্টা তিনি অভিযোগ করেন, “আন্দোলনকারীদের থ্রেটের মুখে পড়ে ওই ছাত্রছাত্রীদের সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কি থ্রেট কালচার নয়!”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই ছাত্রদের বিরুদ্ধে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বলার সুযোগ দেওয়া হয়নি। কী ভাবে শুধু মাত্র অভিযোগের প্রেক্ষিতে পরীক্ষায় বসা আটকাতে পারেন কলেজ কর্তৃপক্ষ? এতে ওই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।








spot_img

Related articles

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...