Sunday, November 9, 2025

সেনার অতিসক্রিয়তা! সময় বেধে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কদের

Date:

Share post:

মনিপুরে বাড়তে থাকা সন্ত্রাসের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) সংসারে ভাঙনের আওয়াজ স্পষ্ট। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপি ও এনডিএ (NDA) বিধায়করা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রের সরকার দ্রুত ব্যবস্থা না নিলে তারাই জনগণের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পথ নির্ণয় করবেন। সেই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তাকেই দায়ী করলেন তাঁরা।

একবার মেইতি (Meitei) জনজাতির হামলা, তার পাল্টা কুকি (Kuki) জনজাতির হামলা। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর হাতে ১০ কুকি জনজাতির যুবকের মৃত্যু গোটা ঘটনায় আগুনে ঘি ঢেলেছে, সোমবারের মুখ্যমন্ত্রী বৈঠকে দাবি বৈঠকে উপস্থিত ২৭ বিধায়কের। এর ফলেই কুকিরা মেইতি জনজাতির তিন মহিলা ও তিন শিশুকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে, দাবি বিধায়কদের। সোমবারের বৈঠকে দাবি করা হয় কুকি জনজাতিকে ‘বেআইনি সংগঠন’ (unlawful organisation) সাতদিনের মধ্যে ঘোষণা করার। তবে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এনডিএ জোটের ১১ বিধায়ক কোনও কারণ না দেখিয়েই অনুপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাঁচজন যোগ দেননি অসুস্থতার কারণে।

বৈঠকে নীতি প্রণয়ন, আফস্পা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ফের কেন্দ্রকে এই আফস্পা (AFSPA) প্রয়োগ নিয়ে বিবেচনার দাবি জানান তাঁরা। কার্যত ইম্ফল উপত্যকায় বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার পর বেশি সক্রিয় হচ্ছেন এনডিএ (NDA) বিধায়করা। সোমবারও এক বিজেপি বিধায়কের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি দেখা যায় রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা নিজেদের বাড়িতেই বাঙ্কার তৈরি করে অস্ত্র মজুত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে এনডিএ (NDA) বিধায়করা কেন্দ্রকে সাতদিন সময় বেঁধে দিয়ে তাঁদের দাবি মানার কথা জানায়। মানা না হলে এনডিএ (NDA) বিধায়করা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন।

spot_img

Related articles

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...