Monday, January 12, 2026

সেনার অতিসক্রিয়তা! সময় বেধে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কদের

Date:

Share post:

মনিপুরে বাড়তে থাকা সন্ত্রাসের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) সংসারে ভাঙনের আওয়াজ স্পষ্ট। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপি ও এনডিএ (NDA) বিধায়করা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রের সরকার দ্রুত ব্যবস্থা না নিলে তারাই জনগণের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পথ নির্ণয় করবেন। সেই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তাকেই দায়ী করলেন তাঁরা।

একবার মেইতি (Meitei) জনজাতির হামলা, তার পাল্টা কুকি (Kuki) জনজাতির হামলা। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর হাতে ১০ কুকি জনজাতির যুবকের মৃত্যু গোটা ঘটনায় আগুনে ঘি ঢেলেছে, সোমবারের মুখ্যমন্ত্রী বৈঠকে দাবি বৈঠকে উপস্থিত ২৭ বিধায়কের। এর ফলেই কুকিরা মেইতি জনজাতির তিন মহিলা ও তিন শিশুকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে, দাবি বিধায়কদের। সোমবারের বৈঠকে দাবি করা হয় কুকি জনজাতিকে ‘বেআইনি সংগঠন’ (unlawful organisation) সাতদিনের মধ্যে ঘোষণা করার। তবে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এনডিএ জোটের ১১ বিধায়ক কোনও কারণ না দেখিয়েই অনুপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাঁচজন যোগ দেননি অসুস্থতার কারণে।

বৈঠকে নীতি প্রণয়ন, আফস্পা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ফের কেন্দ্রকে এই আফস্পা (AFSPA) প্রয়োগ নিয়ে বিবেচনার দাবি জানান তাঁরা। কার্যত ইম্ফল উপত্যকায় বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার পর বেশি সক্রিয় হচ্ছেন এনডিএ (NDA) বিধায়করা। সোমবারও এক বিজেপি বিধায়কের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি দেখা যায় রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা নিজেদের বাড়িতেই বাঙ্কার তৈরি করে অস্ত্র মজুত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে এনডিএ (NDA) বিধায়করা কেন্দ্রকে সাতদিন সময় বেঁধে দিয়ে তাঁদের দাবি মানার কথা জানায়। মানা না হলে এনডিএ (NDA) বিধায়করা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...