Monday, December 22, 2025

সেনার অতিসক্রিয়তা! সময় বেধে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কদের

Date:

Share post:

মনিপুরে বাড়তে থাকা সন্ত্রাসের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) সংসারে ভাঙনের আওয়াজ স্পষ্ট। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপি ও এনডিএ (NDA) বিধায়করা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রের সরকার দ্রুত ব্যবস্থা না নিলে তারাই জনগণের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পথ নির্ণয় করবেন। সেই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তাকেই দায়ী করলেন তাঁরা।

একবার মেইতি (Meitei) জনজাতির হামলা, তার পাল্টা কুকি (Kuki) জনজাতির হামলা। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর হাতে ১০ কুকি জনজাতির যুবকের মৃত্যু গোটা ঘটনায় আগুনে ঘি ঢেলেছে, সোমবারের মুখ্যমন্ত্রী বৈঠকে দাবি বৈঠকে উপস্থিত ২৭ বিধায়কের। এর ফলেই কুকিরা মেইতি জনজাতির তিন মহিলা ও তিন শিশুকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে, দাবি বিধায়কদের। সোমবারের বৈঠকে দাবি করা হয় কুকি জনজাতিকে ‘বেআইনি সংগঠন’ (unlawful organisation) সাতদিনের মধ্যে ঘোষণা করার। তবে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এনডিএ জোটের ১১ বিধায়ক কোনও কারণ না দেখিয়েই অনুপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাঁচজন যোগ দেননি অসুস্থতার কারণে।

বৈঠকে নীতি প্রণয়ন, আফস্পা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ফের কেন্দ্রকে এই আফস্পা (AFSPA) প্রয়োগ নিয়ে বিবেচনার দাবি জানান তাঁরা। কার্যত ইম্ফল উপত্যকায় বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার পর বেশি সক্রিয় হচ্ছেন এনডিএ (NDA) বিধায়করা। সোমবারও এক বিজেপি বিধায়কের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি দেখা যায় রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা নিজেদের বাড়িতেই বাঙ্কার তৈরি করে অস্ত্র মজুত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে এনডিএ (NDA) বিধায়করা কেন্দ্রকে সাতদিন সময় বেঁধে দিয়ে তাঁদের দাবি মানার কথা জানায়। মানা না হলে এনডিএ (NDA) বিধায়করা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন।

spot_img

Related articles

”গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম!” কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।...

SIR বিতর্কে বিএলওদের বিক্ষোভ! ধস্তাধস্তিতে আহত পুলিশ

অতিরিক্ত কাজের চাপের জেরে কলকাতায় CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড...

তিনি বিজেপিরই বাই-প্রোডাক্ট: দল ঘোষণার মঞ্চ থেকে নিজেই প্রমাণ করলেন হুমায়ুন!

বাংলায় ভোট কাটার রাজনীতি করে নতুন রাজনীতির খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আদতে গোটা রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলার...

এখন পিকনিক-ফিকনিক নয়, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে: ছাব্বিশের নির্বাচন নিয়ে কড়া বার্তা তৃণমূল সভানেত্রীর

“প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না-কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার...