সুপ্রিম কোর্টে প্রবল অসম্মানিত হওয়ার পরে অবশেষে শুধু দিল্লি নয়, গোটা দেশের জন্য দূষণ (air pollution) নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health)। শীতের শুরুতে বিশেষ বিশেষ কয়েকটি ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হল।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর দূষণ কমাতে মূলত উন্নয়নশীল জেলা (developing district) ও শহরগুলির উপর জোর দিয়েছে। সাধারণত এই সব এলাকায় নির্মাণ কাজের জন্য দূষণের পরিমাণ বাড়ে। সেই কারণে এই সব জেলা ও শহরগুলির জন্য নির্দিষ্ট নীতি নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

সেই সঙ্গে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে শিশু গর্ভবতী মহিলা বৃদ্ধ এবং যাদের শ্বাস জনিত পূর্বের অসুস্থতা (pre-existing condition) রয়েছে সেই সব মানুষদের। প্রয়োজনে বর্তমান স্বাস্থ্য পরিকাঠাময় পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল গুলিকে বায়ুদূষণ জনিত রোগের চিকিৎসা করার জন্য আগে থেকে প্রস্তুত রাখা নির্দেশ দেওয়া হয়েছে।
