মন্দারমণির হোটেল নিয়ে বিকল্প স্থায়ী সমাধানের রাস্তা খুঁজছে প্রশাসন, শুক্রবার মামলা শুনানি

0
1

কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত স্বস্তিতে ব্যবসায়ীরা। তবে, শুক্রবার পরিবেশ আদালতের বিরুদ্ধে করা মামলার শুনানির দিকেই তাকিয়ে রয়েছে মন্দারমণি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে, বিকল্প স্থায়ী সমাধানের রাস্তা খুঁজছে প্রশাসন।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ২০ নভেম্বরের মধ্যে মন্দারমণি সমুদ্র সৈকতে ১৪৪টি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসন। ২০, ২১ ও ২২ নভেম্বর- সঠিক নথি নিয়ে জেলশাসকের দফতরে দেখা করার নোটিশ জারি করা হয়। কারণ, উপকূল বিধি লঙ্ঘনের (কোস্টাল রেগুলেশন জোন-আইন) অভিযোগে মন্দারমণির ১৪০টির বেশি হোটেলকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছিল জাতীয় পরিবেশ আদালত। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় বুলডোজার চলবে না। ফলে এখন ভাঙা পড়ছে না মন্দারমণির ১৪৪টি হোটেল। ফলে হিয়ারিং-এর নোটিশও বাতিল করেছে জেলা প্রশাসন।

সূত্রে খবর, হোটেলগুলির সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে বলে স্থায়ী বিকল্প সমাধানের পথ খুঁজছে জেলা প্রশাসন। এখন শুক্রবার আদালত কী রায় দেয়-সেটাই দেখার।