Monday, May 19, 2025

সরকারি নিয়মকানুন উপেক্ষা, ৪১ নার্সিংহোমকে শোকজ দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধকারিকের

Date:

Share post:

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করার অভিযোগে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ৪১টি নার্সিংহোমকে শোকজের চিঠি দেওয়া হল। ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে তাদের কাছ থেকে। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। নার্সিংহোমগুলি রাজ্যের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছিল না। তাই এই ব্যবস্থা।

অভিযোগ, নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হচ্ছিল নার্সিংহোমগুলি। এই অভিযোগ পাওয়ার পর প্রশাসন কঠোর পদক্ষেপের পরিকল্পনা করে। শোকজ নোটিশ পাঠানো হয় ৪১ নার্সিংহোম কর্তৃপক্ষকে। জানানো হয়, সন্তোষজনক উত্তর না পেলে, বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হতেও পারে বলে জানানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন- জিআরএসই-র সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্যের, এবার গঙ্গার বুকে চলবে পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল

নার্সিংহোমগুলি নিয়মিত স্বাস্থ্য-বিধি অনুসরণ করছে না। এমনকি চিকিৎসা বর্জ্যও সঠিকভাবে নিষ্কাশন করছে না। এই অভিযোগ পাওয়ার পরই প্রশাসন তদন্ত শুরু করে। স্বাস্থ্য আধিকারিকরা পরিদর্শন করে খতিয়ে দেখেন, নার্সিংহোমগুলির আইসিইউয়ের পরিকাঠামো, বেডের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, সিসিইউ-র অবস্থা কেমন। গুরুত্ব সহকারে দেখেন, মেডিকেল বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে কি না। এই তদন্তে ৪১টি নার্সিংহোম সরকারি নিয়ম অনুসরণ করছে না বলে তালিকাভুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৪১টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করেন এবং ২১ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়। জেলা মু্‌খ্য স্বাস্থ্য আধিকারিক জানান, নার্সিংহোমগুলির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি চালাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

spot_img

Related articles

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...