Thursday, January 22, 2026

সরকারি নিয়মকানুন উপেক্ষা, ৪১ নার্সিংহোমকে শোকজ দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধকারিকের

Date:

Share post:

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করার অভিযোগে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ৪১টি নার্সিংহোমকে শোকজের চিঠি দেওয়া হল। ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে তাদের কাছ থেকে। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। নার্সিংহোমগুলি রাজ্যের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছিল না। তাই এই ব্যবস্থা।

অভিযোগ, নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হচ্ছিল নার্সিংহোমগুলি। এই অভিযোগ পাওয়ার পর প্রশাসন কঠোর পদক্ষেপের পরিকল্পনা করে। শোকজ নোটিশ পাঠানো হয় ৪১ নার্সিংহোম কর্তৃপক্ষকে। জানানো হয়, সন্তোষজনক উত্তর না পেলে, বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হতেও পারে বলে জানানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন- জিআরএসই-র সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্যের, এবার গঙ্গার বুকে চলবে পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল

নার্সিংহোমগুলি নিয়মিত স্বাস্থ্য-বিধি অনুসরণ করছে না। এমনকি চিকিৎসা বর্জ্যও সঠিকভাবে নিষ্কাশন করছে না। এই অভিযোগ পাওয়ার পরই প্রশাসন তদন্ত শুরু করে। স্বাস্থ্য আধিকারিকরা পরিদর্শন করে খতিয়ে দেখেন, নার্সিংহোমগুলির আইসিইউয়ের পরিকাঠামো, বেডের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, সিসিইউ-র অবস্থা কেমন। গুরুত্ব সহকারে দেখেন, মেডিকেল বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে কি না। এই তদন্তে ৪১টি নার্সিংহোম সরকারি নিয়ম অনুসরণ করছে না বলে তালিকাভুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৪১টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করেন এবং ২১ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়। জেলা মু্‌খ্য স্বাস্থ্য আধিকারিক জানান, নার্সিংহোমগুলির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি চালাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

spot_img

Related articles

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...