Sunday, November 9, 2025

সরকারি নিয়মকানুন উপেক্ষা, ৪১ নার্সিংহোমকে শোকজ দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধকারিকের

Date:

Share post:

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করার অভিযোগে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ৪১টি নার্সিংহোমকে শোকজের চিঠি দেওয়া হল। ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে তাদের কাছ থেকে। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। নার্সিংহোমগুলি রাজ্যের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছিল না। তাই এই ব্যবস্থা।

অভিযোগ, নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হচ্ছিল নার্সিংহোমগুলি। এই অভিযোগ পাওয়ার পর প্রশাসন কঠোর পদক্ষেপের পরিকল্পনা করে। শোকজ নোটিশ পাঠানো হয় ৪১ নার্সিংহোম কর্তৃপক্ষকে। জানানো হয়, সন্তোষজনক উত্তর না পেলে, বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হতেও পারে বলে জানানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন- জিআরএসই-র সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্যের, এবার গঙ্গার বুকে চলবে পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল

নার্সিংহোমগুলি নিয়মিত স্বাস্থ্য-বিধি অনুসরণ করছে না। এমনকি চিকিৎসা বর্জ্যও সঠিকভাবে নিষ্কাশন করছে না। এই অভিযোগ পাওয়ার পরই প্রশাসন তদন্ত শুরু করে। স্বাস্থ্য আধিকারিকরা পরিদর্শন করে খতিয়ে দেখেন, নার্সিংহোমগুলির আইসিইউয়ের পরিকাঠামো, বেডের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, সিসিইউ-র অবস্থা কেমন। গুরুত্ব সহকারে দেখেন, মেডিকেল বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে কি না। এই তদন্তে ৪১টি নার্সিংহোম সরকারি নিয়ম অনুসরণ করছে না বলে তালিকাভুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৪১টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করেন এবং ২১ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়। জেলা মু্‌খ্য স্বাস্থ্য আধিকারিক জানান, নার্সিংহোমগুলির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি চালাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...