Monday, December 22, 2025

ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী তরুণীকে মানুষের মল খাইয়ে হেনস্থা!

Date:

Share post:

ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যে নক্কারজনক ঘটনা।যা প্রকাশ্যে আসতেই, সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।আজকের সময়ে দাঁড়িয়ে জাতপাতের এই বর্বরোচিত ঘটনায় হতবাক গোটা দেশ।নিশ্চয়ই ভাবছেন ঠিক কী ঘটেছে? ওড়িশায় আদিবাসী তরুণীকে শুধু শারীরিকভাবে হেনস্থাই করা হয়নি, এরই পাশাপাশি জাত তুলে গালাগালি করা হয়েছে। এছাড়াও জোর করে মানুষের মল খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে উচ্চ বর্ণের একজনের বিরুদ্ধে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত ১৬ নভেম্বর। গ্রামের একটি পুকুরে স্নান করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের ওই তরুণী।সেই সময় তার পথ আটকে দাঁড়ান একই গ্রামের বাসিন্দা ‘উচ্চ বর্ণে’র অভয় বাঘ নামের এক ব্যক্তি।তিনি তরুণীকে জাত তুলে বেদম গালাগাল করেন।পুলিশের কাছে লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, অভয় তার বুকে মারেন। সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যান। তরুণীর বৃদ্ধা মা অভয়কে আটকানোর  চেষ্টা করেন। কিন্তু ওই যুবকের সঙ্গে পেরে ওঠেননি।এরপরই অভিযুক্ত ওই তরুণীর শ্বাসরোধ করার চেষ্টা করেন, একই সঙ্গে অকথ্য গালিগালাজ করতে থাকেন। আরও অভিযোগ, অভয় তার মুখে মানুষের মল মাখিয়ে দেন। এমনকী, জোর করে মল খাওয়ানোরও চেষ্টা করেন।

কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।যে বিজেপি অন্য রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তাদের শাসিত রাজ্যে প্রকাশ্যে এমন ঘটনা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আইনশৃঙ্খলার তোয়াক্কা করে না কেউ। অভিযোগে তরুণী পুলিশকে জানিয়েছেন, ‘উঁচু জাতে’র এক ব্যক্তি তার চাষের জমিতে ট্রাক্টর ঢুকিয়ে দিয়েছিল।যার নিট ফল, প্রচুর শস্য নষ্ট হয়ে যায়। এর প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার বদলা নিতেই তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অভয় গ্রাম থেকে পলাতক। তাকে গ্রেফতার করার জন্য চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশ।ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।দ্রুত অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

হাওড়ার বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দেহ! আটক দুই নাবালক

শহরে ফের রহস্যমৃত্যু! হাওড়ার (Howrah) সালকিয়াতে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম...

বিরাট-রোহিতের পথেই গিল, বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে নিলেন বড় সিদ্ধান্ত

সদ্য টি২০ দল থেকে বাদ পড়েছেন, ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন শুভমান গিল(Shubman Gill)। বিরাট কোহলি,...

গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি তুঙ্গে, পূণ্যার্থীদের জন্য একগুচ্ছ ব্যবস্থা প্রশাসনের

কয়েকদিন পরই শুরু গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela )। প্রশাসনের তরফে মেলার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেলা যাতে সুষ্ঠভাবে...

কেন প্রতিদিন মাইকের সমস্যা! অন্তর্ঘাতের অভিযোগ তুলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA-দের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার মধ্যে মাইক বিপর্যয়। কাজে ব্যাঘাত ঘটায় ক্ষুব্ধ...